বৃহৎ শিল্প বলতে বড় আকারের শিল্পগুলিকে বােঝায় অর্থাৎ যে শিল্পে বিশাল অবকাঠামো, অধিক মূলধন, প্রচুর কাঁচামাল, অনেক শ্রমিক এবং উন্নত প্রযুক্তির ব্যবহার করে প্রচুর পরিমান দ্রব্য সামগ্রী উৎপাদন করা হয় ওই সব শিল্প গুলিকে বৃহৎ শিল্প বলা হয়।
বাংলাদেশ শিল্প আইন অনুযায়ী যে শিল্প কারখানায় ২৩০ জনের বেশি শ্রমিক কাজ করে তাকে বৃহৎ শিল্প বলে। বস্ত্র, সিমেন্ট, পাট, কাগজ, সার ইত্যাদি হলো বাংলাদেশের বৃহৎ শিল্পের উদাহরণ।
Contents
show
বৃহৎ শিল্পের উদাহরণ
- লোহা ও ইস্পাত শিল্প (Iron and Steel Industry)
- বস্ত্র শিল্প (Textile Industry)
- অটোমোবাইল উত্পাদন শিল্প (Automobile Manufacturing Industry)
- গত দুই দশকে, তথ্য ও প্রযুক্তি (আইটি) শিল্প বিকশিত হয়েছে এবং হাজার হাজার চাকরি তৈরি করেছে। তাই, অনেক অর্থনীতিবিদ এটিকে বড় আকারের শিল্প খাতে অন্তর্ভুক্ত করেন।
- টেলিকম শিল্প (Telecom Industry)
বৃহৎ শিল্পের সুবিধা
- উন্নত এবং দামি মেশিনের মাধ্যমে আরো বেশি দ্রব্য উৎপাদনের মাধ্যমে উৎপাদনের খরচ কম হয়। যার ফলে দ্রব্যের দাম কম হয় এবং কোম্পানির লভ্যাংশ বেশি হয়। ওই লাভ্যাংশকে রিসার্চ এবং ডেভেলপমেন্টের কাজে লাগিয়ে আরো উন্নত প্রোডাক্ট (Product) বানানো সম্ভব।
- বড় শিল্পতে কোনো নির্দিষ্ট কাজের জন্য অভিজ্ঞ কর্মীকে ওই নির্দিষ্ট কাজ করিয়ে অনেক বেশি উৎপাদন করা সম্ভব হয়।
- বৃহৎ শিল্পের ক্ষেত্রে একসঙ্গে অনেক বেশি পরিমান কাঁচামাল কেনার ফলে অনেক কম দামে কাঁচামাল কেনা যায় , যার ফলে উৎপাদিত পণ্যের দামও অনেক কম হয়।
- বৃহৎ শিল্পকে ঘিরে আসে পাশে অনেক ক্ষুদ্র শিল্প গড়ে ওঠে যার ফলে অর্থনৈতিক উন্নতিতে বৃহৎ শিল্প খুবই প্রয়োজন।
এছাড়াও আরো অনেক সুবিধা আছে বৃহৎ শিল্পে।
বৃহৎ শিল্পের অসুবিধা
- প্রচুর পরিমান উৎপাদনের ক্ষেত্রে প্রতিটা পণ্যের ওপরে ভালো করে দেখা সম্ভব হয়না। তাই গ্রাহক মাঝে মাঝে খারাপ দ্রব পেতে পারেন। যার ফলে কোম্পানির সুখ্যাতি নষ্ট হতে পারে।
- বৃহৎ উৎপাদনের ক্ষেত্রে সমস্ত দ্রব একটি নির্দিষ্ট মানদণ্ড(Standard) হিসেবে উৎপাদন করা হয়। যার ফলে কোনো গ্রাহকের (Customer) এর জন্য বিশেষ (special) কোনো জিনিস বানানো হয়না।
- বৃহৎ শিল্পের ক্ষেত্রে সমস্ত কাজকর্ম পারিশ্রমিকের মাধ্যমে কর্মচারীর দ্বারা সম্পাদন করা হয় , কোম্পানির মালিক ওই কাজের থেকে দূরেই থাকে। তাই উৎপাদনের ক্ষেত্রে ব্যাক্তিগত দরদ থাকে না।
- বৃহৎ শিল্পের দ্বারা প্রচুর পরিমান উৎপাদনের ফলে যদি কোনোকারণে মার্কেটে উৎপাদিত দ্রব্যের চাহিদা কমে যায় , তাহলে অনেক ক্ষতি হতে পারে এবং সেই সঙ্গে প্রচুর পরিমান কর্মচারী বেকার হতে পারেন।