ভর কাকে বলে? একক, সূত্র, মাত্রা, রাশি, পরিমাপ করার যন্ত্র

কোনো বস্তুর মধ্যে যে পরিমাণ পদার্থ থাকে তাকে ওই বস্তুর ভর বলে। অর্থাৎ, ভর হলো কোনো বস্তুর মোট পদার্থের পরিমাণ।

সাধারণভাবে, কোনো বস্তুর মধ্যে যে পরিমাণ জড় পদার্থ থাকে তাকেই বস্তুর ভর বলে।

  • ভর বস্তুর নিজস্ব ধর্ম।
  • ভর এটিতে থাকা মোট পরমাণু বা কণার প্রতিনিধিত্ব করে।
  • ভরকে “কণাতে সঞ্চিত শক্তি” হিসাবেও সংজ্ঞায়িত করা যেতে পারে।
  • কোন বস্তুকে পৃথিবী বা মহাবিশ্বের যেকোনো স্থানে গেলেও এর ভরের কোন পরিবর্তন হয় না।
  • বস্তুর গতি, উষ্ণতা, তড়িৎ অবস্থা কোন কিছুর উপর বস্তুর ভর নির্ভর করে না।

ভরের একক

  • এস.আই (S.I) পদ্ধতিতে ভরের একক হল = কিলোগ্রাম (kilogram or kg)
  • সি.জি.এস. (C.G.S.) পদ্ধতিতে ভরের একক হল = গ্রাম (g)
  • এফ.পি.এস (F.P.S) পদ্ধতিতে ভরের একক হল = পাউন্ড (lb)

ভরের সূত্র

ভর = ঘনত্ব × আয়তন

ভর পরিমাপ করার যন্ত্র কি?

ভর মাপার যন্ত্র

সাধারণ তুলাযন্ত্র এর দ্বারা কোনো বস্তুর ভর মাপা হয়।

ভরের রাশি কি?

ভর একটি স্কেলার রাশি। অর্থাৎ ভরের শুধু মান আছে, অভিমুখ নেই।

ভরের মাত্রা কি?

ভরের মাত্রা হলো [M]
শেয়ার করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *