বিভিন্ন উপায়ে মোবাইল অ্যাপ বানানো কোম্পানি গুলি ইনকাম করে থাকে যা নিচে আলোচনা করা হলো।
১. বিজ্ঞাপন
সাধারণত অ্যাপের মধ্যে বিজ্ঞাপন দেখতে পান। ওই বিজ্ঞাপন দেখানো এবং ওই বিজ্ঞাপনে ক্লিক যদি করেন । তাহলেই ওই অ্যাপ বানানো কোম্পানি টাকা ইনকাম করতে পারবে।
যদিও বড়ো বড় কিছু কোম্পানির অ্যাপ এ কোনো বিজ্ঞাপন দেখতে পাওয়া যায়না এক্ষেত্রে অন্য উপায়গুলি ফলো করে ইনকাম করার জন্য।
কারণ ইনকাম যদি না হয় তাহলে অ্যাপ বানিয়ে লাভ কি?
এর জন্য অ্যাপ কোম্পানি গুলো ইনকাম কোনো না কোনো ভাবে করে থাকে।
যদিও কিছু কিছু কোম্পানি সম্পূর্ণ ফ্রি তে কোনরকমের ইনকাম ছাড়াই অ্যাপ পাবলিশ করে।
এর পেছনে কারণ হলো ওই কোম্পানি হয়তো অন্য কোনো জায়গা থেকে ইতিমধ্যেই অনেক টাকা ইনকাম করে নেয়। তাই আর অ্যাপ থেকে ইনকাম করেনা।
ওই কোম্পানি হতে পারে নিজের কোম্পানির নাম বাড়ানোর জন্য ফ্রি তে অ্যাপ পাবলিশ করে থাকে।
২. Affiliate মার্কেটিং
কিছু কিছু app বিজ্ঞাপন দেখিয়ে টাকা ইনকাম করে না। affiliate মার্কেটিং এর মাধমেও ইনকাম করে থাকে।
সংক্ষেপে affiliate মার্কেটিং হলো: কোনো প্রোডাক্টের লিংক দিয়ে দেবে ওই লিংকে ক্লিক করে আপনি যদি কোনো জিনিস কেনেন অথবা কোনো ভাবে কোনো ফিনান্সিয়াল লেনদেন করেন তাহলে ওই মোবাইল app বানানো কোম্পানি টাকা পাবে)
৩. In app purchase
অর্থাৎ, আপনি app ডাউনলোড করার পরে, app এর মধ্যে কোনোরকমের কোনো প্রিমিয়াম সার্ভিস ব্যবহার করার জন্য টাকা দিতে পারেন।
এর মাধমেও অ্যাপ কোম্পানিগুলো অনেক টাকা ইনকাম করে নেয়।
যেমন ধরুন বিভিন্ন অনলাইন গেম এভাবেই বেশিরভাগ টাকা কামায়।
৪. কমিশন
বর্তমানে বিভিন্ন অনলাইন লেনদেন এর অ্যাপ আছে। ওই অ্যাপ লেনদেন এর পরিবর্তে কিছু পরিমাণ টাকা চার্জ করে।
৫. শপিং
এরকম প্রচুর অ্যাপ আছে যেখানে জিনিসপত্র কেনাকাটা করতে পারবেন।
এছাড়াও মোবাইল রিচার্জ , ইলেকট্রিক বিল দেওয়া , এরকম বিভিন্ন রকম ভাবে ওই কোম্পানি অ্যাপ থেকে টাকা ইনকাম করে।