মোবাইল নাম্বার দিয়ে পরিচয় বের করা

বর্তমান সময়ে মোবাইলের মধ্যে কখনও কখনও আমাদের অজানা মোবাইল নম্বর থেকে ফোন আসে। যার ফলে আমাদের জানার প্রয়োজন হয় কে ফোন করেছিলেন।

এছাড়াও আমাদের অজানা নম্বর থেকে ফোন করে উল্টোপাল্টা নম্বর থেকে ফোন করে ভুলভাল কথা বলে থাকতে পারে। এইসব ক্ষেত্রে আমাদের খুবই জানার প্রয়োজন হয়ে পড়ে কিভাবে আমরা জানবো কে আমাদের ফোন করেছিল কিংবা তার পরিচয় কি?

তাই আমি আপনাদের জানবো ৩ টি উপায় যার মাধ্যমে অজানা নম্বরের পরিচয় জানতে পারেন।

১. True caller এর মাধ্যমে

truecaller অ্যাপ অথবা truecaller এর ওয়েবসাইটে গিয়ে ওই নম্বর দিয়ে সার্চ করতে পারেন।

যদি কেউ ওই নম্বর কে সেভ করে রাখে তাহলে ওই নম্বরের ব্যাক্তির নাম খুঁজে পেতে পারেন এছাড়াও ওই সিমকার্ডের লোকেশন সমন্ধেও জানতে পারেন।

২. সোশ্যাল মিডিয়া

বর্তমানে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে অ্যাকাউন্ট বানাতে গেলে মোবাইল নম্বর প্রয়োজন হয়ে থাকে। যদি ওই নম্বর দিয়ে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খোলা হয়ে থাকে তাহলে সোশ্যাল মিডিয়াতে গিয়ে ওই নম্বর লিখে সার্চ করলে ওই নম্বর দিয়ে বানানো অ্যাকাউন্ট খুঁজে পেয়েও পারেন।

উদাহরণ হিসেবে: ধরুন কোনো আজনা নম্বর থেকে ফোন এলো এবং truecaller এর মাধ্যমে ওই নম্বরের সমন্ধে কিছু পেলেন না ।

তাহলে ফেসবুকে ওই নম্বর লিখে সার্চ করলে ওই নম্বরে অ্যাকাউন্ট অথবা কেউ যদি ওই নম্বর পোস্ট করে থাকে ফেসবুকে তা দেখতে পাবেন।

এভাবেই সোশ্যাল মিডিয়ার সাহায্যে অজানা নম্বর থেকে ফোন এলে ওই নম্বরের পরিচয় জানতে পারেন।

৩. গুগল সার্চ

শেষে ওই নম্বরটি একবার গুগলে সার্চ করে দেখে নিতে পারেন ।

হয়তো কোনোভাবে যদি ওই নম্বর সমন্ধে কোনো তথ্য পান।

শেয়ার করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *