মোবাইল ব্যাংকিং কি? জানুন সমস্তকিছু

মোবাইল ব্যাংকিং কি_

মোবাইল ব্যাংকিং হলো একটি পরিষেবা, যা ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান , গ্রাহককে(Customer কে) প্রদান করে, যার ফলে গ্রাহক যেকোনো জায়গা থেকে মোবাইল/ট্যাবলেটের মাধ্যমে আর্থিক লেনদেন করতে পারে।

মোবাইল ব্যাংকিং কে ভালোভাবে বুঝুন

মোবাইল ব্যাংকিং পরিষেবা বিভিন্ন ব্যাংক অথবা ব্যাংকের মত কোনো আর্থিক সংস্থা তাদের কাস্টমারকে দিয়ে থাকে।

মোবাইল ব্যাংকিং পরিষেবার অর্থ হলো, ব্যাংকের অ্যাপটি মোবাইল ব্যাংকিং( Mobile Banking) এর মোবাইল অ্যাপ (Mobile App) ইনস্টল করতে হবে, মোবাইল ফোনে/ট্যাবলেটে Playstore/Appstore/ অথবা ব্যাংকের ওয়েবসাইট থেকে ।

ওই অ্যাপটি লগইন (Login) করার জন্য আইডি ও পাসওয়ার্ড (ID ও Password) ব্যাংকের থেকে পাবেন অথবা ব্যাঙ্কের অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকা মোবাইল নম্বরের দ্বারাও Login করা সম্ভব ওই মোবাইল ব্যাংক অ্যাপটিতে।

মোবাইল ব্যাংকিং অ্যাপটি ব্যবহার করার জন্য আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশনের প্রয়োজন। ইন্টারনেট কানেকশনের মাধ্যমেই আপনি লগইন করে ব্যাংকের সার্ভারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব।

আপনার ব্যাংকের অ্যাকাউন্টে কত টাকা আছে, ওই তথ্য ব্যাংকের সার্ভারে থাকে, তাই ইন্টারনেট connection এর মাধ্যমে Mobile অ্যাপ থেকে bank এর সার্ভারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়।

মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে কি কি করা সম্ভব

মোবাইলে ব্যাংকের অ্যাপটির সাহায্যে মোবাইলে সমস্ত অপশন দেখতে পাবেন, যেমন:-

  • কখন কাকে কত টাকা পাঠিয়েছেন
  • কত টাকা ব্যাংকের অ্যাকাউন্টে আছে।
  • অন্য কেউ টাকা পাঠালেও দেখা যাবে।
  • কাউকে টাকা পাঠাতে পারবেন।
  • বিভিন্ন রকমের bill পেমেন্ট করতে পারবেন।

ইত্যাদি ইত্যাদি কাজ করা যায় Mobile Bank app এর সাহায্যে।

মোবাইল ব্যাংকিংয়ের সুবিধা

মোবাইল ব্যাংকিংয়ের অ্যাপ গ্রাহকের সুবিধার জন্যই বানানো হয়েছে। এর কিছু সুবিধা হলো:-

  • যেকোনো জায়গা থেকে শুধুমাত্র Mobile/Tablet এর মাধ্যমে ব্যাংকের অ্যাপটি হাতের মুঠোয় চলে আসে।
  • অনলাইন পেমেন্ট করা।
  • কোনো দোকানে গিয়ে স্ক্যান করেও টাকা পেমেন্ট করা যায়।
  • রিচার্জ / বিল পেমেন্ট করা সম্ভব।
  • বিভিন্ন জায়গায় টাকা ট্রান্সফার করা সম্ভব হয় ঘরে বসেই।

এরকম প্রচুর সুবিধা আছে মোবাইল banking এ।

Mobile Banking এর অসুবিধা

এর অসুবিধা হলো, ব্যাঙ্কের অ্যাকাউন্টের নিরাপত্তার সমস্যা দেখা দেয়।

যেহেতু, ব্যাঙ্কের অ্যাপটি আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করছেন, অন্য কেউ যদি কোনোভাবে লগইন করে ফেলে তাহলে ব্যাংকের টাকা কয়েক সেকেন্ডের মধ্যে শূন্য হতেও পারে।

এই অ্যাপটিতে অনেক কাজ করা গেলেও সমস্ত কাজ করা যায়না , কিছু কিছু কাজ করার জন্য bank এ যাওয়ার প্রয়োজন হয়।

শেয়ার করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *