রেজিস্টার কি? Resistor এর কাজ কি?

রেজিস্টার এর দুই প্রান্তে দুটি তার বেরিয়ে থাকে এবং একপ্রান্তকে বিদ্যুতের সঙ্গে যুক্ত করলে, ওই resistor এর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ হওয়ার সময়, বৈদ্যুতিক প্রবাহে বাধা দেওয়া এবং বিদ্যুতিক প্রবাহের সর্বোচ্চ মাত্রার সীমা বেঁধে দেয় , যার ফলে ওপরে প্রান্তে output হিসেবে একটি নিয়ন্ত্রিত বিদ্যুতের প্রবাহ পাওয়া যায়।


Resistor এর মান নির্ণয়

resistor এর রোধকে সার্কিট ডায়াগ্রামে (Circuit diagram) R দ্বারা প্রকাশ করা হয়। এবং resistor এর রোধের একক হলো ohmohm কে Ω চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়।

Resistor এ ohm( Ω) এর মান যত বেশি হবে ততবেশি পরিমান বিদ্যুতের প্রবাহকে আটকাতে পারবে।

resistor টি কত ohm এর বোঝার জন্য resistor এর ওপরে বিভিন্ন রংয়ের ছবি থাকে। ওই color code গুলির মাধ্যমেই resistor টি কত ohm এর তা বুঝতে পারবেন।


Resistor এর কাজ কি?

Resistor এর কাজ হলো বিদ্যুতের প্রবাহকে limit করে দেওয়া এবং ভোল্টেজ কে কমিয়ে ফেলা।

কোনো সার্কিটের মধ্যে কোনো নির্দিষ্ট জায়গায় বিদ্যুতের প্রবাহ কম করার জন্য এবং ভোল্টেজ কে কমিয়ে ফেলার জন্য রেজিস্টার ব্যাবহার করা হয়ে থাকে।

ভোল্টেজ কে কমানোর প্রয়োজন কেন হয় ?

ধরুন আপনি যে মোবাইল চার্জ করেন এর জন্য প্রয়োজন হয় ৫ ভোল্ট এর বিদ্যুৎ সাপ্লাই কিন্তু আপনার কাছে যদি ১২ ভোল্ট এর বিদ্যুতের উৎস থাকে তাহলে resistor ব্যবহার করে পারেন।

এছাড়াও ধরুন আমাদের ল্যাপটপ এর মধ্যে অনেক জায়গায় ৫ ভোল্ট এর বিদ্যুতের সাপ্লাই এর প্রয়োজন হয় কিন্তু আমাদের ল্যাপটপের ব্যাটারী ১৯ ভোল্ট এর হয়ে থাকে তাই ওই ১৯ ভোল্ট থেকে কমিয়ে ৫ ভোল্ট নিয়ে আসার জন্য রেজিস্টার এর প্রয়োজন হয়।

রেজিস্টার এর কাজ হলো বিদ্যুতের প্রবাহ অর্থাৎ ইলেক্ট্রন এর প্রবাহ কে বাধা দেয়া। তাই রোধক ও বলা হয়ে থাকে resistor কে।


Resistor এর প্রকার:

  1. Fixed Value Resistors
  2. Variable Resistors
  3. Thermistors
  4. Varistors
  5. Light Dependent Resistors
  6. Magneto-resistors

বানানোর উপাদানগুলি হিসেবে Resistor এর প্রকার:

  1. Carbon Film Resistors
  2. Metal Film Resistors
  3. Wirewound Resistors
  4. Metal Oxide Resistors
  5. Metal Strip Resistors

রেজিস্টার কত ohm এর সেটা কিভাবে বুঝবো?

একটি রেজিস্টার এর ওপরে বিভিন্ন রকমের color কোড দেওয়া থাকে যার মাধ্যমে আমরা ক্যালকুলেট করে জানতে পারি ওই resistor টি কত ohm এর।রেজিস্টর

ohm কি ?

ohm হলো রোধের একক। রোধকে R এর মাধ্যমে প্রকাশ করা হয়।
ohm কে Ω চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়।

রেজিস্টার এর কাজ কি ?

বিদ্যুতের প্রবাহকে বাধা দেওয়া। এটি বিদ্যুতের প্রবাহের মাত্রাকে লিমিট করে দেয়। অর্থাৎ একটি সময়ের মধ্যে ওই resistor এর মধ্যে দিয়ে একটি নির্দিষ্ট পরিমান ইলেক্ট্রনের প্রবাহের বেশি ইলেক্ট্রনকে প্রবাহ হতে দেবে না। এছাড়াও ভোল্টেজ কে কমিয়ে ফেলার জন্যও ব্যবহার করা হয়।
শেয়ার করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *