শীতাতপ যন্ত্র (এসি) কি সৌর বিদ্যুৎ (সোলার) দিয়ে চালানো যায়?

সোলার দিয়ে অবশই চালানো যেতে পারে। কিন্তু আপনাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে।

যেমন : সোলার সিস্টেম সাধারণত ২ রকমের হয় , একটি হলো on grid সোলার সিস্টেম আর একটি হলো অফগ্রিড সোলার সিস্টেম।

জানুন : অনগ্রিড সোলার ও অফগ্রিড সোলার সমন্ধে

সংক্ষেপে বলি, অন গ্রিড সোলার সিস্টেম কে বাড়ির বিদ্যুৎ কানেকশনের সঙ্গে লাগানো থাকে । যতক্ষণ আপনার বাড়িতে বিদ্যুৎ থাকবে ততক্ষণ ওই সোলার থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়ে আপনার বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করবে।

অর্থাৎ আপনার বাড়িতে বিদ্যুৎ থাকা অবস্থায়ই এই সোলার কাজ করবে। যার ফলে আপনার বাড়ির বিদ্যুৎ বিল কম আসবে।

অন গ্রিড সোলার সিস্টেম এ কোনরকমের ব্যাটারি এর প্রয়োজন হয়না সরাসরি সোলার প্যানেল থেকে উৎপন্ন বিদ্যুৎ ইনভার্টার এর মাধ্যমে আপনার বাড়ির বৈদ্যুতিক কানেকশন সঙ্গে যুক্ত করা হয়।

যার ফলে আপনি শুধুমাত্র দিনের বেলাতেই অন গ্রিড সোলার প্যানেল থেকে বিদ্যুৎ পাবেন। যেহেতু সোলার থেকে উৎপন্ন বিদ্যুৎকে ব্যাটারীতে সঞ্চিত করা হয় না তাই রাতের বেলা অন গ্রিড সোলার সিস্টেম থেকে কোনো রকমের বিদ্যুৎ পাবেন না।

আরেক ধরনের সোলার সিস্টেম বাড়িতে লাগানো হয়ে থাকে যা হলো অফ গ্রিড সোলার সিস্টেম। মূলত অফ গ্রিড সোলার সিস্টেম থেকে আগত বিদ্যুৎ ব্যাটারির মধ্যে সঞ্চয় করে রাখা হয়। এরপরে যখন বিদ্যুৎ থাকে না তখন ওই ব্যাটারির সঞ্চিত বিদ্যুৎ কে ব্যাবহার করা হয়ে থাকে।

অন গ্রিড ও অফ গ্রিড সোলার সিস্টেম এর মধ্যে কোনটি AC চালানোর কাজে ব্যাবহার করা যেতে পারে?

অফ গ্রিড সোলার সিস্টেম যেহেতু ব্যাটারির সঙ্গে যুক্ত থাকে এবং বিদ্যুৎ না থাকলে ব্যাবহার করা হয়ে থাকে ।

এবং AC এর অনেক বেশি বিদ্যুতের প্রয়োজন হয় চালানোর জন্য মোটামুটি একটি ১ টন এর এক ১৫০০ ওয়াট বিদ্যুৎ খরচ করে ১ ঘণ্টা তে।

এই অবস্থায় আপনি যদি খুব বড়ো ব্যাটারি ব্যাবহার করেন তাহলে কত বড়ো ব্যাটারি ব্যাবহার করবেন? তাছাড়া ব্যাটারি খুব তাড়াতাড়ি ডিসচার্জ হতে থাকলে ব্যাটারি খারাপ হয়ে যাবে।

তাই অফ গ্রিড সোলার সিস্টেম থেকে AC চালানো অনেক টা অসুবিধার।

বাকি থাকলো অন গ্রিড সোলার সিস্টেম এটি বাড়ির বিদ্যুতের কানেকশন এর সঙ্গে যুক্ত করা থাকে যখনই বিদ্যুৎ থাকে তখন ই শুধু এই সোলার প্যানেল থেকে বিদ্যুৎ বাড়িতে সরবরাহ হয়।

তাই আপনি ongrid সোলার প্যানেল এ যদি AC ব্যাবহার করেন তাহলে বাড়ির বিদ্যুতের বিল কম আসবে ।

কারণটি হলো ধরুন আপনার সোলার প্যানেল ঘন্টায় ১০০০ ওয়াট বিদ্যুৎ সরবরাহ করে আর আপনার AC ১৫০০ ওয়াট বিদ্যুৎ নেয় প্রতি ঘন্টায়।

তাহলে বাকি যে ৫০০ ওয়াট এর বিদ্যুতের প্রয়োজন পড়বে AC এর জন্য । ওই ৫০০ ওয়াট বিদ্যুৎ বাড়ির ইলেকট্রিক কানেকশনের (মিটার) থেকে ব্যাবহার হবে।

অর্থাৎ সোলার থেকে আপনি AC চালাতে পারবেন।

যদিও অন গ্রিড সোলার সিস্টেম এর অসুবিধা হলো বিদ্যুৎ না থাকা অবস্থায় আপনার সোলার কাজ করবে না। অথবা রাতেও ব্যাবহার করতে করবেন না কারণ এই সিস্টেমের মধ্যে কোনরকমের ব্যাটারি যুক্ত করা থাকে না সাধারণত।

শেয়ার করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *