সহমৌলিক সংখ্যা কাকে বলে?

দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধুমাত্র ১ হলে, সংখ্যাগুলোকে পরস্পরের সহমৌলিক বলে

উদাহরণস্বরূপ:

১০ এবং ১৫ দুটি সংখ্যা পরস্পরের সহমৌলিক নয়,কিভাবে বুঝবেন?
১০ এর গুণনীয়ক হলো = ১,২,৫,১০
১৫ এর গুণনীয়ক হলো = ১,৩,৫,১৫

অর্থাৎ এই ১০ এবং ১৫ এর সাধারণ গুণনীয়ক শুধুমাত্র ১ ছাড়াও ৫ আছে। তাই এই দুইটি সংখ্যা পরস্পরের সহমৌলিক নয়।
৭ এবং ৫ এই দুটি সংখ্যা পরস্পরের সহমৌলিক কারণ,
৭ এর গুণনীয়ক হলো = ১, ৭
৫ এর গুণনীয়ক হলো = ১, ৫ 
অর্থাৎ , ৭ এবং ৫ এর সাধারণ গুণনীয়ক শুধুমাত্র ১। তাই এই দুটি সংখ্যা পরস্পরের সহমৌলিক।

সহজে সহমৌলিক সংখ্যা বুঝে নেওয়ার উপায়

ধরুন কয়েকটি দুটি সংখ্যা পরস্পরের সহমৌলিক কিনা বোঝার সহজ উপায় হল ঐ দুটি সংখ্যাকে ভগ্নাংশ আকারে লিখে কাটাকাটি করতে হবে । যদি কাটাকাটি যায় তাহলে ঐ সংখ্য়া দুটি পরস্পরের সহমৌলিক নয়।

যেমন ৯ এবং ১২ সংখ্যা দুটি পরস্পরের সহমৌলিক নয় কারণ এই দুটি সংখ্যা কে কাটাকাটি করা যায়।

সহমৌলিক সংখ্যা কাকে বলে

যদি কাটাকাটি না করা যায় তাহলে দুইটি সংখ্য়া পরস্পরের সহমৌলিক হবে ।

৫ এবং ১১ দুটি সংখ্যা পরস্পরের সহমৌলিক কিনা সহজ উপায়ে জানবেন কিভাবে।

সহমৌলিক সংখ্যা কাকে বলে

এই দুটি সংখ্যাটিকে কাটাকাটি করা যায়না তাই দুটি সংখ্যা পরস্পরের সহমৌলিক।

শেয়ার করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *