সাংকেতিক চিহ্ন হলো, কোনো অক্ষর, চিহ্ন, শব্দ অথবা একটি ধারণা , বস্তু বা সম্পর্ককে নির্দেশ করে ।
উদাহরণ হিসেবে, বিভিন্ন পদার্থের সাংকেতিক চিহ্ন হয়। এবং ওই সাংকেতিক চিহ্ন কে দেখে আমরা বুঝতে পারি ওই পদার্থের কথা বলা হচ্ছে ।
এছাড়াও কোনো idea কেও সাংকেতিক চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়ে থাকে।
যেমন লোহার সাংকেতিক চিহ্ন হলো Fe . হাইড্রোজেন এর সাংকেতিক চিহ্ন H ।
উদাহরণ স্বরূপ কিছু নাম ও অর্থের সাংকেতিক চিহ্নের বর্ণনা করলাম।