আমরা সারাদিন ফেসবুকে অনেক কিছুই করে থাকি, যেমন কমেন্ট, লাইক , ইত্যাদি করে থাকি। এরমধ্যে যদি কোনো পোস্টে লাইক করে থাকেন, অথবা কমেন্ট করে থাকেন অথবা অন্যকিছু করলে ওই পোস্ট গুলিকে খুঁজে Unlike করতে গেলে কিংবা যে কমেন্ট করেছেন ওই কমেন্ট যদি ডিলেট করতে চান তাহলে ওই পোস্ট খুঁজে বের করা সবসময় সম্ভব হয়ে উঠতে নাও পারে।
এর জন্যই ফেসবুকে একটি অপশন দেওয়া থাকে, যা হলো Activity Log এই অপশনে ক্লিক করলে করলে আপনি ফেসবুকে যা কিছু করেছেন সবকিছুই দেখতে পাবেন , এবং এই অপশনে সারাজীবনের যা কিছু করেছেন ওই সব কিছুই দেখতে পাবেন।
কি কি দেখতে পাবেন একটিভিটি লগ (Activity Log ) অপশনটিতে ?
প্রায় সমস্ত কিছু আপনি দেখতে পাবেন যেমন :-
- কি কি কমেন্ট করেছেন।
- লাইক , ফলো , অ্যাড ফ্রেন্ড , কোনো কিছু সার্চ করেছেন . প্রায় সমস্ত কিছুই এক্টিভিটি লগ অপশনটিতে ক্লিক করলে দেখতে পাবেন।
কিভাবে activity log অপশনটি ফেসবুকে খুঁজে পাবেন।
- প্রথমে আপনাকে ফেইসবুক একাউন্টে লগইন করে নিতে হবে।
- তারপরে নিচের ছবি দেখুন।
উপসংহার :
কখনো কখনো ভুল বসত কোনো ছবিতে লাইক করে থাকি কিংবা হাহা রিএক্ট ভুলে করে দেওয়া হয়ে গেলে , ওই পোস্টটি খুঁজে রিএক্ট চেঞ্জ করতে চাইলে এক্টিভিটি লগ সহজেই করতে পারেন। অথবা কোনো কমেন্ট ভুল বসত অথবা কমেন্ট এডিট করতে চাইলে। ওই কমেন্ট টি খুঁজে পাওয়ার জন্য এক্টিভিটি লগ এর সহায়তা নিতে পারেন।
এছাড়াও সারাদিন কি কি করেছেন ফেসবুকে এসব দেখতে গেলেও activity লগ অপশনে গেলে সমস্ত কিছুই দেখতে পাবেন।