মোবাইল চার্জ করুন সোলারের মাধ্যমে

বন্ধুরা আমাদের অনেকেই গ্রামাঞ্চলে বাস করি এবং প্রায়ই ইলেকট্রিসিটি থাকে না অথবা ইলেকট্রিসিটি পৌঁছয়নি, এরফলে মোবাইল চার্জ করতে খুব সমস্যা দেখা দেয়।

এরজন্যই আমি এই বিষয়ে আপনাকে সম্পূর্ণ তথ্য দেব , কিভাবে আপনি সোলারের মাধ্যমে মোবাইল চার্জ করতে পারবেন খুবই কম খরচে।

আমিও গ্রামে থাকি আমারও একই সমস্যা , প্রায়ই ইলেকট্রিসিটি থাকে না , তাই আপনাকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে পারবো।

মোবাইল চার্জ করার জন্য অনেক ছোটো ছোটো সোলার পাওয়া যায়, যেমন 5 watt অথবা 10 Watt এরকম সোলার খুবই সস্তাতে পাওয়া যায় , এই সোলার গুলি সরাসরি মোবাইলের সঙ্গে কানেক্ট করে চার্জ করা যায় ।

কিন্তু, আপনাকে আমি বলবো এরকম 5 – 10 watt এর সোলার প্যানেল কিনবেন না, এর কারণ হলো এই ছোটো সোলার এতটাই কম কারেন্ট প্রদান করে , এতে আপনার স্মার্টফোন কোনোভাবেই চার্জ করতে সক্ষম নয়।

আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি , আমি মোবাইল চার্জ করার জন্য এরকম একটি সোলার প্যানেল কিনেছিলাম। সকাল থেকে বিকেল পর্যন্ত সোলার এর সঙ্গে মোবাইল যুক্ত করে রাখলে ১০% মোবাইল চার্জও সম্ভব নয়। তাই এরকম ছোটো সোলার প্যানেল কিনে টাকা নষ্ট করা ঠিক হয়।

আপনি যদি মোবাইল চার্জ করতে চান সোলারের মাধ্যমে, তাহলে আপনাকে কমকরে 50 watt এর ওপরে সোলার প্যানেল কিনতে পারেন।

এই ৫০ watt এর সোলার প্যানেল থেকে সরাসরি মোবাইল কানেক্ট করে চার্জ করতে পারবেন না তাই আপনাকে একটি 12-24 volt থেকে 5 volt মোবাইল চার্জার কিনতে পারেন।

অথবা, আপনাকে একটি সোলার চার্জ কন্ট্রোলার কিনতে কিনতে পারেন।

যদিও সোলার চার্জ কন্ট্রোলার দিয়ে বড়ো ব্যাটারীও চার্জ করতে পারবেন কিন্তু এটির দাম একটি বেশি। তাই আপনার পছন্দমতো যেকোনো একটি কিনে সোলার থেকে ওই কানেক্টর অথবা সোলার চার্জ কন্ট্রোলার লাগিয়ে মোবাইল চার্জ করতে পারবেন সহজেই।

আরো জানুন : সোলার চার্জ কন্ট্রোলার কি ?কেন ব্যবহার করা হয়।

আর ৫০ watt এর সোলার দিয়ে আপনার মোবাইল মোটামোটি ৮ ঘন্টার মধ্যে ৮০% থেকে ১০০% চার্জ হতে পারে।

শেয়ার করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *