যেসব ওয়েবসাইটের বিষয়বস্তু (Content) সব সময়ই একই থাকে। ওয়েবসাইটের বিষয়বস্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়না, এই রকমের ওয়েবসাইটকে স্ট্যাটিক ওয়েবসাইট বলা হয়ে থাকে।
সহজ ভাষায়: স্ট্যাটিক ওয়েবসাইটের বিষয়বস্তু সব সময়ই একই থাকবে।
যদিও স্ট্যাটিক ওয়েবসাইটের বিষয়বস্তু পরিবর্তন করতেও পারে, ওই ওয়েবসাইটের ডেভলপার।
স্ট্যাটিক ওয়েবসাইটের ক্ষেত্রে যদি ওয়েবসাইটের যিনি বানিয়েছেন উনিই যদি ওয়েবসাইটের মধের বিষয়বস্তুকে পরিবর্তন করেন তাহলেই ওই ওয়েবসাইটের content পরিবর্তন হবে।
সাধারণত স্ট্যাটিক ওয়েবসাইটের বিষয়বস্তু একবার লিখে দেওয়া হয় এবং পরে যদি বিষয়বস্তুকে update করার দরকার পড়ে তাহলে ওই ওয়েবসাইটটি সম্পাদন করতেও পারেন।
উদাহরণ হিসেবে: ধরুন আপনি কোনো একটি ওয়েবসাইট বানালেন । ওই ওয়েবসাইটে আপনি একটি আর্টিকেল লিখলেন যে “কম্পিউটার কি” এবং এরকমই অনেক আর্টিকেল লিখলেন।
আপনি যতদিন না পর্যন্ত ওই আর্টিকেল গুলি edit করছেন না ততদিন ওই আর্টিকেল গুলির লেখা একই থাকবে। লেখাগুলির কোনো পরিবর্তন আসবে না।
এর জন্যই এই ধরনের ওয়েবসাইট গুলিকে স্ট্যাটিক ওয়েবসাইট বলা হয়।
আর একধরনের ধরনের ওয়েবসাইট হয় যা হলো ডাইনামিক ওয়েবসাইট আছে।