শুভ জন্মদিন প্রিয়তমা স্ত্রী – বউকে জন্মদিনের শুভেচ্ছা

স্ত্রীর জন্মদিনের শুভেচ্ছা (Happy Birthday wish to Wife in bengali) , শুভেচ্ছা বার্তার কবিতা ও ছন্দ গুলি whatsapp ,ফেসবুক, স্ট্যাটাস , মেসেজের মাধ্যমে পাঠাতে পারেন।


জীবনের মাঝপথে যখন এসে থমকে যাই,
তখন আমি তোমাকে পাই,
শক্ত করে হাতটি ধরে সাহস দিয়ো তুমি বলো,
জন্ম জন্মান্তরেও তোমাকে স্ত্রী হিসেবে চাই!!
☆শুভ জন্মদিনের শুভেচ্ছা আমার প্রিয়তমা*☆

স্ত্রীর জন্মদিনের শুভেচ্ছা

তুমি এলে তাই,
আমি নতুন জীবন ফিরে পাই,
অগোছালো আমার জীবনকে আলো দিয়ে সাজিয়ে,
শুধু তুমি ছিলে তাই!!
💐Happy Birthday Jaanu💐


তুমি অনন্য,
তুমিই আমার জন্য,
আমার জীবনে এসে তুমি,
করে দিলে জীবন ধন্য!!
💐☆*শুভ জন্মদিন আমার ভালোবাসা*☆💐


তোমায় নিয়ে হারিয়ে যাবো,
হাজার স্বপ্ন ঘিরে,
জীবন যেন রাঙিয়ে দিলে,
অজানা স্বপ্নের প্রেমের তীরে!!
💐শুভ জন্মদিনের খুব শুভেচ্ছাভালোবাসা💐🎂


আজকে তোমার জন্মদিন,
ওগো শুনছো আমার জান,
তোমায় ছাড়া জীবন অচল,
তুমিই আমার প্রাণ!!
💐*শুভ জন্মদিন আমার প্রাণ🎂💐


বৃষ্টি ভেজার খুশির নাচে,
বাজবে পায়ের নূপুর,
গিরসকালে সময় তোমার সাথে,
কাটাবো সারা দুপুর!!
💐☆*শুভ জন্মদিন আমার প্রিয়তমা🎂


হারিয়ে যাওয়া স্বপ্ন গুলি,
তুমি এসে ফিরিয়ে দিলে,
নতুন করে চাঁদের আলোয়,
আমার জীবন সাজিয়ে দিলে!!
꧁🎂🎂 শুভ জন্মদিন জান🎂🎂


জন্মদিন ক্যালকুলেটর : জন্মদিন ক্যালকুলেট করুন


তোমার কাছে রেখেছি,
আমার রাগ দুখঃ সবই জমা,
যদি হয় মনমানীনল্ল্য,
করে দিও তুমি আমায় ক্ষমা!!
🎂🎂 তোমায় শুভেচ্ছা জানাই শুভ জন্মদিনের💐


তোমার চলার পথে,
আমিও পা মেলাতে চাই,
মনের খালি জায়গা পূরণ হলো,
শুধু তুমি এলে তাই!!
💐হ্যাপি বার্থডে প্রিয়তমা🎂🎂


তুমি আমার জীবনের অমূল্যঃ যা বোঝানো যায়না গিনে,
আমি চিরকাল থাকবো তোমার ঋণে,
আনন্দে থেকো খুশিতে থেকো,
প্রিয়তমা তোমার জন্মদিনে!!
💐Happy Birthday🎂🎂


পৃথিবীর কাছে চাঁদ রয়েছে একটি,
আকাশের বুকে তারা থাকে অগণ্য,
আমার বুকে জায়গা রেখেছি,
শুধু তোমারই জন্য!!
💐Shuvo jonmodin🎂🎂


তোমায় নিয়ে স্বপ্ন অনেক,
আছে অনেক আশা,
চাঁদ তাঁরা তেও লেখা আছে ,
আমাদের ভালোবাসা!!
🎂🎂💐jonmodiner shuvechha🎂


কাছে এসো ভালোবেসো থেকোনা দূরে,
থাকবে অনেক আদরে,
তোমায় আমি মুড়ে রাখবো,
শূন্যহীন ভালোবাসার সাগরে!!
💐জন্মদিনের শুভেচ্ছা🎂🎂


খুশিতে ঝলমলিয়ে উঠুক,
আজকের জন্মদিনের রজনী,
জন্মদিনে প্রাণ ভোরে আশীর্বাদ করলাম,
ভালো থেকো আমার প্রাণ সজনী!!
💐হ্যাপি বার্থডে🎂🎂


বয়স ক্যালকুলেটর : বয়স ও জন্মদিন ক্যালকুলেট করুন


শেয়ার করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *