কিভাবে হোয়াটসঅ্যাপ থেকে ইনকাম করবেন?

হোয়াটসঅ্যাপ থেকে কিভাবে ইনকাম করবেন

বর্তমান দিনে আমাদের প্রত্যেকের ফোনেই হোয়াটসঅ্যাপ (WhatsApp) অ্যাপটি ইনস্টল (Install) করা থাকে। তাই হোয়াটসঅ্যাপ ব্যাবহার করে কিভাবে ইনকাম করবেন? , এই নিয়ে আজকের এই আর্টিকেল ।হোয়াটসঅ্যাপ থেকে আয় করার সমস্ত তথ্যগুলি জানতে পারবেন এই পোস্টটি পড়ে।

হোয়াটসঅ্যাপ থেকে ইনকাম করার জন্য কি কি প্রয়োজন?

হোয়াটসঅ্যাপ থেকে আয় করার জন্য মূলত ৩ টি জিনিসের প্রয়োজন।

  1. স্মার্ট ফোন
  2. ইন্টারনেট কানেকশন
  3. হোয়াটসঅ্যাপ বন্ধু

ইন্টারনেটের মাধ্যমে স্মার্টফোনে WhatsApp ব্যবহার করতে পারবে। এবং হোয়াটসঅ্যাপ বন্ধুদের মাধ্যমে বিভিন্ন উপায়ে ইনকাম করার সুযোগ আছে।

হোয়াটসঅ্যাপে ইনকাম করার উপায়গুলি :

৫ উপায় আমি আপনাদের জানাবো যার মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ঘরে বসে আয় করতে পারবেন। চলুন জেনে নিই উপায়গুলি:

১. অ্যাফিলিয়েট মার্কেটিং

হোয়াটসঅ্যাপে অ্যাফিলিয়েট মার্কেটিং করে সহজেই ইনকাম করতে পারবেন।

  • পড়ুন : অ্যাফিলিয়েট মার্কেটিং কি? কিভাবে ইনকাম করা হয়? সমস্তকিছু।
সংক্ষেপে, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের অর্থ হলো, কোনো কম্পানির প্রোডাক্ট যখন আপনি বিক্রি করিয়ে দেন এবং বিক্রির পর ওই প্রোডাক্টের বিক্রয়মূল্য এর একটি নিদির্ষ্ট শতাংশ কমিশন( commission) টাকা পাবেন। প্রোডাক্টটি বিক্রি করার জন্য কোম্পানি আপনাকে একটি লিংক দেবে। যখনই কেউই আপনার ওই লিংকে ক্লিক করে প্রোডাক্টটি কিনবে তখন আপনি কমিশন পাবেন।

অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য কোনো ওয়েবসাইট অথবা ইউটিউব চ্যানেল খুলতে পারেন।

এরপর, ওই ওয়েবসাইটে অ্যাফিলিয়েট প্রোডাক্টের লিংক দিয়ে রাখতে হবে এবং প্রোডাক্টটি সমন্ধে কিছু কথা লিখে রাখতে পারেন।

এরপর, আপনাকে ওই ওয়েবসাইট অথবা ইউটিউব ভিডিওর লিংকটি হোয়াটসঅ্যাপে বন্ধুদের শেয়ার করতে হবে।

যদি কোনো বন্ধু ওই ইউটিউব চ্যানেল অথবা ওয়েবসাইট ভিসিট (Visit) করে এবং কোনো প্রোডাক্ট কেনে, তাহলে ওই প্রোডাক্ট বিক্রির জন্য কমিশন পাবেন।

Note:যেহেতু বেশিরভাগ কোম্পানি তাদের অ্যাফিলিয়েট লিংক সরাসরি হোয়াটসঅ্যাপ কিম্বা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার অনুমতি দেয় না। তাই ওয়েবসাইট অথবা ইউটিউব চ্যানেল অ্যাফিলিয়েট লিংক দিতে পারেন এবং ওই ইউটিউব চ্যানেলের অথবা ওয়েবসাইটের লিংক দিলে কোনো সমস্যা নেই।

২. Link shortener

লিংক শর্টনার (Link Shortener) এর মানে হলো, কোনো একটি লিংক শেয়ার করতে পারেন, এবং ওই লিংকে যখন কেউ ক্লিক করবে। তখন লিংকটি এমন একটি পেজে নিয়ে যাবে যেখানে বিজ্ঞাপন দেখাবে।

এবং ওই বিজ্ঞাপনের জন্য টাকা পাবেন।

বর্তমানে নববর্ষের শুভেচ্ছা বা অন্য কোনো শুভেচ্ছা জানানোর জন্য বিভিন্ন link শেয়ার করে হোয়াটসঅ্যাপের বন্ধুদের। ওই লিংকে ক্লিক করলে খুব সুন্দর ডিজাইনের ছবি দারা শুভেচ্ছা বার্তা দেওয়া হয়ে থাকে।

আপনিও ওরকম কোনো শুভেচ্ছা বার্তা অথবা কোনো খবরের লিংক শেয়ার করে থাকেন। কিন্তু এখানে যা করতে হবে টা হলো ওই লিংকটিতে URL shortener ওয়েবসাইটে গিয়ে ওই URL short করে। ওই short URL টি হোয়াটসঅ্যাপ বন্ধুদের পাঠাতে পারেন।

যখনই কোনো USER ওই URL এ ক্লিক করে ওই শুভেচ্ছা বার্তাটি পড়তে যাবে অথবা খবরটি পড়তে যাবে। তার আগে একটি বিজ্ঞাপন দেখাবে। ওই বিজ্ঞাপনের টাকা পাবেন।

এরকম, কোনো শুভেচ্ছার অথবা খবরের কোনো লিংক যদি ভাইরাল হয়ে যায়, তাহলে প্রচুর ইনকাম করার সুযোগ থাকে।

যদি আপনার মাথায় প্রশ্ন আসে ভাইরাল কিভাবে হবে? এর উত্তর হলো ধরুন আপনি আপনার কোনো বন্ধুকে পাঠালেন। ওই বন্ধু তার বন্ধুদের পাঠালো। এভাবেই ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে।

৩. PPD ওয়েবসাইট

PPD এর পুরো নাম হলো , Pay per Download।

অর্থাৎ, যখনই কোনো User আপনার আপলোড করা কোনো ফাইল ডাউনলোড করবে, তখন টাকা ইনকাম হবে ।

Openload.com হলো এরকমই একটি ভালো PPD ওয়েবসাইট। এই ওয়েবসাইটে গিয়ে নিজের মোবাইলের মধ্যে থাকা ভিডিও, ছবি, গান, কিম্বা কোনো মজাদার কোনো কিছু আপলোড করতে পারেন।

এবং ওই লিংকটি হোয়াটসঅ্যাপের বন্ধুদের শেয়ার করতে পারেন। যখনই কোনো হোয়াটসঅ্যাপ user আপনার ওই ফাইলকে ডাউনলোড করবে । সেই হিসেবে টাকা আয় হবে।

৪. রেফারেল ইনকাম

রেফারেল ইনকাম (Referral Income) এর অর্থ হলো, বিভিন্ন কোম্পানির বিভিন্ন সার্ভিস ও প্রোডাক্ট থাকে। যেগুলি সরাসরি হোয়াটসঅ্যাপ শেয়ার করতে পারেন। যদি কেউ আপনার ওই লিংকটি দিয়ে ওই প্রোডাক্ট অথবা সার্ভিস টি গ্রহণ করে তাহলে আয় হবে।

৫. Apps প্রমোশন

অনলাইনে অনেক apps আছে যেগুলি শেয়ার করতে পারেন WhatsApp এ এবং কোনো user যদি আপনার লিংক থেকে ওই app টি Install করে , তাহলে আপনি কোনো ভাউচার অথবা অনলাইন money পাওয়া যায়।

এগুলির বেশিরভাগ ভাউচার ও অনলাইন টাকা, ওই app এর মাধ্যমে মোবাইল রিচার্জ করার জন্য ব্যবহার করা যায়।

ব্যাঙ্ক একাউন্ট কিংবা ক্যাশ কোনোটাই পাওয়া যায়না।

৬. অন্যান্য

এছাড়াও যদি কোনো একমার্স Business অথবা অনলাইন business করলে WhatsApp এর মাধ্যমে বিক্রি করা সম্ভব।

উপসংহার

হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে ইনকাম করা যায় কিন্তু খুব বেশি ইনকাম করা যাবে বলে মনে হয়না। এছাড়াও হোয়াটসঅ্যাপ থেকে ইনকাম করে ভবিষ্যৎ গড়া খুবই মুশকিল আমার মনে হয়।

পার্টটাইম হিসেবে অতিরিক্ত ইনকামের জন্য করতে পারেন।

শেয়ার করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *