১ বিলিয়ন সমান কত টাকা?

১ বিলিয়ন সমান ১০০ কোটি । ১ বিলিয়ন বাংলাদেশী টাকা সমান ১০০ কোটি বাংলাদেশী টাকা ।

১ বিলিয়ন মার্কিন ডলার সমান কত টাকা?

১ বিলিয়ন মার্কিন ডলার সমান ৯৬০০ কোটি বাংলাদেশী টাকা (যদিও বাংলাদেশী টাকা এবং ডলার এর মূল্য সময়ের সঙ্গে পরিবর্তন হয়ে থাকে কিন্তু বর্তমান সময়ের হিসেবে ৯ হাজার ৬ শত কোটি টাকার সমান হবে ১ বিলিয়ন usd (মার্কিন ডলার ) ।

১ বিলিয়ন মার্কিন ডলার সমান ৭৮০০ কোটি ভারতীয় টাকা (যদিও ভারতীয় টাকা এবং ডলার এর মূল্য সময়ের সঙ্গে পরিবর্তন হয়ে থাকে কিন্তু বর্তমান সময়ের হিসেবে ৭ হাজার ৮ শত কোটি টাকার সমান হবে ১ বিলিয়ন usd (মার্কিন ডলার ) ।

১ বিলিয়ন কানাডিয়ান ডলার সমান কত টাকা?

১ বিলিয়ন কানাডিয়ান ডলার সমান ৭২০০ কোটি বাংলাদেশী টাকা (যদিও বাংলাদেশী টাকা এবং কানাডিয়ান ডলার এর মূল্য সময়ের সঙ্গে পরিবর্তন হয়ে থাকে কিন্তু বর্তমান সময়ের হিসেবে ৭ হাজার ২ শত কোটি টাকার সমান হবে ১ বিলিয়ন Canadian Dollar (কানাডিয়ান ডলার ) ।

১ বিলিয়ন কানাডিয়ান ডলার সমান ৬১০০ কোটি ভারতীয় টাকা (যদিও ভারতীয় টাকা এবং কানাডিয়ান ডলার এর মূল্য সময়ের সঙ্গে পরিবর্তন হয়ে থাকে কিন্তু বর্তমান সময়ের হিসেবে ৬ হাজার ১ শত কোটি টাকার সমান হবে ১ বিলিয়ন Canadian Dollar (কানাডিয়ান ডলার ) ।

১ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার সমান কত টাকা?

১ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার সমান ৬৫০০ কোটি বাংলাদেশী টাকা (যদিও বাংলাদেশী টাকা এবং অস্ট্রেলিয়ান ডলার এর মূল্য সময়ের সঙ্গে পরিবর্তন হয়ে থাকে কিন্তু বর্তমান সময়ের হিসেবে ৬ হাজার ৫ শত কোটি টাকার সমান হবে ১ বিলিয়ন Australian Dollar (অস্ট্রেলিয়ান ডলার ) ।

১ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার সমান ৫৪০০ কোটি ভারতীয় টাকা (যদিও ভারতীয় টাকা এবং অস্ট্রেলিয়ান ডলার এর মূল্য সময়ের সঙ্গে পরিবর্তন হয়ে থাকে কিন্তু বর্তমান সময়ের হিসেবে ৫ হাজার ৪ শত কোটি টাকার সমান হবে ১ বিলিয়ন Australian Dollar (অস্ট্রেলিয়ান ডলার ) ।

Billionaire কাদের বলা হয়?

দক্ষিণ এশিয়ার দেশগুলিতে কোটিপতি শব্দটি বেশ প্রচলিত । অর্থাৎ যেসব বাক্তির কাছে ১ কোটির বেশি টাকা থাকে তাদের কোটিপতি বলা হয়ে থাকে ।

পশ্চিমী দেশগুলিতে কোটি একক হিসেবে ব্যবহার করা হয়না । পরিবর্তে মিলিয়ন, বিলিয়ন ব্যবহার করা হয়ে থাকে ।

যদি কোনো বাক্তির কাছে ১ বিলিয়ন ডলার (১০০ কোটি ডলার) থাকে তাহলে ঐ বাক্তিতে Billionaire বলা হয়ে থাকে ।

Billionaire কি millionaire?

১০ লাখ হলো এক মিলিয়ন এবং ১০০ কোটি হলো বিলিয়ন অর্থাৎ একজন Billionaire এর কাছে millionaire এর থেকে প্রচুর বেশি টাকা আছে ।

তাই Billionaire কে millionaire বললেও চলে কিন্তু millionaire কে Billionaire বলা যায়না ।
শেয়ার করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *