অনলাইনে Spoken English শেখার সব থেকে ভালো জায়গা

অনেকেই আছেন যারা ইংলিশ শেখার জন্য খুবই আগ্রহী কিন্তুু শেখার জন্য ভালো টিচার পান না অথবা অনেকেই আছেন জানা ইংলিশ তো লিখতে পারি কিন্তু বলতে গেলে আটকে যায়।

যারা ইংলিশ লিখতে পারে এবং অনেকটাই ইংরেজি জানেন , মনে মনেও ইংরেজি সাজিয়ে গুছিয়ে বলতে পারেন কিন্তুু কারো সামনে বলতে গেলে সব ভুলে যায় তাদের জন্য এই আর্টিকেল টি। শুধুমাত্র তারাই এই পোস্টটি পড়ুন । কারণ আমি যে website এর নাম বলবো সেই website এ ইংরেজি শুধু প্রাকটিস করতে পারবেন। সম্পূর্ণভাবে যদি ইংলিশ এর কিছুই না জানেন তাহলে ওই website থেকে খুব একটা লাভ হবে না।

এছাড়াও এই ওয়েবসাইটের মাধ্যমে নিজের ইংরেজি শুধরে নিতে পারে সহজেই।

Website এর নাম হলো cambly.com । দাড়ান পোষ্টটি ছেড়ে বেরিয়ে যাবেন না। অনেক কিছুই জানতে পারবেন ক্যাম্বলি (cambly) সমন্ধে।

Cambly তে কিভাবে ইংরেজী শেখানো হয়?

ক্যাম্বলী এর website ও মোবাইল অ্যাপ্লিকেশন আছে । এই দুটির মাধ্যমে এটি ব্যাবহার করতে পারবেন।

এখানে আপনি বিভিন্ন দেশের ইংলিশ এ কথা বলা ব্যাক্তিদের সঙ্গে কথা বলতে পারবেন ভিডিও কলের মাধ্যমে।

প্রতিদিন একটি নির্দিষ্ট সময় করে ১০ মিনিটের মতো সময় বেছে নিতে পারেন। এবং আপনার পছন্দের কোনো দেশের ইংরেজিতে কথা বলা ব্যাক্তিদের সঙ্গে ভিডিও call এর মাধ্যমে কথা বলতে পারবেন।

এতে আপনার ভিডিও call এর মাধ্যমে অজানা করো সঙ্গে কথা বলার ভয় কাটবে সেই সঙ্গে ইংরেজি ও শেখা সম্ভব।

কেনো ক্যামব্লি থেকে ইংরেজি শেখা ভালো

যারা শেখাবে ওনাদের মাতৃ ভাষা হলো ইংরেজি তাই সঠিক ভাবে স্পোকেন ইংলিশ শেখা সম্ভব। কারণ আমরা সবাই জানি একজন ইংল্যান্ডের করো সঙ্গে কথা বলা আর আমাদের এখানে করো সঙ্গে ইংরেজিতে কথা বলার মধ্যে অনেক পার্থক্য থাকে। কারণ এখানে আমরা কথা বলার সময় অনেক ভুল করে থাকি।

যার ফলে আমাদের মনের মধ্যে ভয় থাকে। যাতে অন্য কোনো গুরু্বপূর্ণ জায়গাতে যেনো ভুল ইংরেজি না বলে ফেলি। আর ওই সব জায়গাতে ইংরেজি ভুল যাতে না হয় তাই আমরা ইংরেজি কে এড়িয়ে চলি , এভাবেই আরো পিছিয়ে পড়ি।

আর আমরা এটাও জানি ইংল্যান্ড , আমেরিকা কিংবা অন্যান্য ইংরেজি ভাষায় কথা বলা দেশে যদি আপনি ইংরেজি ভুল ও বলেন তাহলেও কোনো সমস্যা নেই। কেউই আপনার ভুল ধরবে না। কিংবা কেউ হাসবে না।

কিন্তুু আমাদের এখানে ইংরেজি বলতে গিয়ে বিন্দুমাত্র ভুল হয়, তাহলেই আপনার moral নিচু করার জন্য মানুষের অভাব নেই।

এই কারণেই বাইরের দেশের যেখানে ইংরেজি তেই কথা বলা হয় । ওনাদের সঙ্গে কথা বললে সহজেই ইংরেজিতে কথা বলা সহজ হয়ে যায়।

আমরা অনেকেই চেষ্টা করি কোনোভাবে ভাবে ইংরেজি বই পড়ে লিখে গ্রম্মার দেখে সেন্টেন্স (sentence) এসব কিছু পড়ি। চেষ্টাও করে থাকি। কিন্তুু সেই বলতে গেলে বুঝতে পারিনা ওটা ঠিক বলছি নাকি ভুল।

কারণ অনেক সময়ই গ্রামার অনুযায়ী ইংরেজি বললে কিছু অন্যরকম মনে হয় ইংরেজি টি শুনতে।

আমার মতে কোনো ভাষা শেখার শেখার জন্য ব্যাকরণ শিখতে হবে এর কোনো মানে নেই। আমাদের আশেপাশে অনেকেই আছেন যাঁরা নিজের নাম পর্যন্ত লিখতে জানে না। কিন্তুু ওনারাও সহজেই বাংলাতে কথা বলে ফেলে। কারণ ছোটবেলা থেকে শুনে শুনে এবং ওই বলে বলে।

তেমনি ইংরেজি শেখার জন্য আপনাকে ইংরেজি এর কথাগুলো শুনতে হবে এবং বলতেও হবে। এবং এমন কারো সামনে বলবেন যে সঠিকভাবে ইংরেজি জানে। তাহলে ধীরে ধীরে সঠিক ভাবে যিনি ইংরেজি জানেন ওনার কথা গুলো copy করে করে। ওই কথা গুলো মনে রেখে রেখেই ইংরেজি সহজে শেখা সম্ভব।

আর আপনি যদি ব্যাকরণ থেকে ইংরেজি শিখতে চান, তাহলে কথা বলতে গেলে আপনাকে ব্যাকরণ মেলাতে হবে। যার ফলে সঙ্গে সঙ্গে উত্তর দেওয়া সহজ হবে না।

মোবাইল app ও ওয়েবসাইট সম্বন্ধিত কিছু তথ্য

গুগল প্লেস্টোরে (Google Play store ) বর্তমানে ৪ ষ্টার (4 star ) rating আছে। এছাড়া apple ব্যাবহারকারী দের জন্য appstore থেকেও app টি ডাউনলোড করতে পারবেন।

এছাড়াও আপনি কম্পিউটার ল্যাপটপ এর জন্য ওয়েবসাইট এর মাধ্যমে ব্যবহার করতে পারবেন।

উপসংহার

যদি এমন কেউ আছেন যারা ইংলিশ জানেন কিন্তু বলতে পারেন না তাদের জন্য cambly খুবই উপকারী। আর আমার মনে হয় কোনো English ব্যাক্তি দের সঙ্গে কথা বললে আমাদের English অনেক শুধরে যাওয়ারই কথা।

শেখার জন্য এখানে ক্লিক করুন

শেয়ার করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *