আরবি থেকে বাংলা অনুবাদ করার নিয়ম

প্রথমত জানিয়ে দিই আরবি থেকে বাংলাতে অনুবাদ করার জন্য আপনাকে আরবিতে অবশই টাইপ করতে হবে। তাই আরবি টাইপ করার জন্য এন্ড্রোইড মোবাইলের গুগল কিবোর্ডে আরবি ভাষাকে সিলেক্ট করে রাখতে হবে।

আরো জানুন: কিভাবে আরবি টাইপ করবেন মোবাইল ফোনে?

মোটামুটি আরবি থেকে বাংলাতে অনুবাদ করার জন্য ৩ টি পদ্ধতি অনুসরণ করতে পারেন। যা হলো :

  1. গুগল ট্রান্সলেটর (Google Translator)।
  2. গুগল লেন্স।
  3. android আরবি থেকে বাংলাতে অনুবার করার জন্য app ডাউনলোড করে।
  4. মাইক্রোসফট ট্রান্সলেটর ব্যবহার করতে পারেন।

১. গুগল ট্রান্সলেটর (Google Translator)

গুগল ট্রান্সলেটর সবথেকে ভালো যেকোনো ভাষা থেকে অন্য ভাষাতে ট্রান্সলেট করতে।

গুগল ট্রান্সলেটর এর Android এর app আছে google playstore থেকে ডাউনলোড করে নিতে পারেন।

অথবা chrome ব্রাউজার এ সার্চ করুন গুগল ট্রান্সলেটর। তাহলে পেয়ে যাবেন।

এবং ভাষা এর জায়গায় Arabic সিলেক্ট করবেন এবং অনুবাদ bangla সিলেক্ট করতে পারেন।

এছাড়াও আপনি যদি শুধু অনুবাদ ভাষা হিসেবে Bangla সিলেক্ট করে আরবি তে টাইপ করেন তাহলে এমনি এমনি গুগল ডিটেক্ট করে নেবে আরবি ভাষাকে এবং বাংলাতে অনুবাদ করে দেবে।

২. গুগল লেন্স (Google Lens)

গুগল লেন্স খুবই কার্যকরী একটি tool এটি ব্যবহার করে আরবি লেখাকে বাংলাতে অনুবাদ করতে পারবেন খুব সহজেই।

আরবি লেখাকে বাংলাতে অনুবাদ করার জন্য মোবাইলের ক্যামেরা দিয়ে লেখাটিকে স্ক্যান করলেই আরবি লেখার বাংলা অনুবাদ মোবাইলের স্ক্রিনে দেখতে পাবেন।

আরো জানুন: ইংরেজি থেকে বাংলা অনুবাদ করার নিয়ম

Cover art

গুগল প্লেস্টোর থেকে গুগল লেন্স app টিকে ডাউনলোড করতে পারেন।

৩. মাইক্রোসফট ট্রান্সলেটর

মাইক্রোসফট কোম্পানিরও ট্রান্সলেটর আছে যার মাধ্যমে আরবি থেকে বাংলাতে অনুবাদ করতে পারবেন।

মাইক্রোসফট ট্রান্সলেটরের android app আছে যা গুগল প্লেস্টোর থেকে ডাউনলোড করতে পারেন।

অথবা chrome ব্রাউজার এ টাইপ করতে পারেন Bing Microsoft Translator এবং মাইক্রোসফটের ট্রান্সলেটর খুঁজে পেয়ে যাবেন।

এবং বাংলাতে অনুবাদ করতে পারেন আরবি থেকে।

আরো জানুন: ইংরেজি থেকে বাংলা অনুবাদ করার নিয়ম

৪. আরবি থেকে বাংলাতে অনুবাদ করার App

গুগল প্লেস্টোরে গিয়ে শুধু সার্চ করুন Arabic to Bangla translation দেখবেন অনেক app আছে প্লেস্টোরে।

পছন্দ মতো রিভিউ দেখে ডাউনলোড করে নিতে পারেন।


সারমর্ম:

আরো জানুন: ইংরেজি থেকে বাংলা অনুবাদ করার নিয়ম

গুগল ট্রান্সলেটর সবথেকে ভালোভাবে যেকোনো ভাষাকে ট্রান্সলেট করে ফেলতে পারে। তাই আমার পছন্দ গুগল ট্রান্সলেটর। যেহেতু google কোম্পানি হিসেবে নিজেদের প্রোডাক্ট খুব সুন্দর ও ব্যবহারকারীর উপযোগী করে বানায়।

তাই আমার গুগল ট্রান্সলেটর কে পছন্দ। এছাড়াও গুগল লেন্স খুবই কার্যকরী টুল যা ব্যবহার করতে পারেন।

আপনি কোন ট্রান্সলেটর ব্যবহার করে থাকেন তাহলে অবশই জানাবেন।

আরবি থেকে বাংলা ট্রান্সলেশন বিষয়ে কোনো মতামত থাকলে অবশই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।

শেয়ার করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *