ইথেরিয়াম (Ethereum) কি? কিভাবে ইনভেস্ট করবেন?

ইথেরিয়াম (Ethereum) হলো একপ্রকারের ক্রিপ্টো কারেন্সী (Crypto Currency).

বিভিন্ন রকমের ক্রিপ্টো কারেন্সী এর নাম সম্ভত শুনেছেন যেমন Bitcoin, Dogecoin ইত্যাদি ইত্যাদি নামের ক্রিপ্টো কারেন্সী পাওয়া যায়। তেমনি ইথেরিয়াম একপ্রকারের ক্রিপ্টো কারেন্সী।

vitalik buterin এনি ইথেরিয়াম ক্রিপ্টো কারেন্সী তৈরী করেছেন , বিটকয়েন এর বিকল্প ক্রিপ্টো কারেন্সী হিসেবে বানানো হয়েছে।

ধীরে ধীরে সময়ের সংঙ্গে সংঙ্গে ইথেরিয়ামের দাম ক্রমশ বেড়েই চলেছে। এরফলে ক্রিপ্টো ট্রেডার ও ইনভেস্টর খুবই ইন্টারেস্ট দেখাচ্ছে এই coin এর ওপর। এরফলে যত বেশি চাহিদা বেড়ে চলেছে ততোই দাম বেড়ে চলেছে।

কিভাবে ইথেরিয়াম কিনবেন ?

Ethereum কিনতে গেলে আপনাকে www.coinbase.com এর ওয়েবসাইট এ যেতে হবে , এরপরে buy sell পেজে যেতে হবে অথবা আমি লিংক টি সরাসরি দিলাম এখানে ক্লিক করেও যেতে পারেন লিংকটি হলো https://www.coinbase.com/buy এখানে ক্লিক করে coinbase.com ওয়েবসাইটে সরাসরি যেতে পারবেন।

  • প্রথমে , আপনাকে coinbase.com এর ওয়েবসাইটে একাউন্ট বানাতে হবে (অর্থাৎ signup করতে হবে , আর যদি আগে থেকেই একাউন্ট বানিয়ে রেখে থাকেন তাহলে লগইন করতে হবে)
  • এরপরে আপনাকে আপনার কারেন্সী থেকে ইথেরিয়াম select করতে হবে ,
  • এরপর আপনার লোকাল কারেন্সী এর মাধ্যমে পেমেন্ট করে ইথেরিয়াম কিনতে পারবেন সহজেই।

যদি আপনি কিনতে না চান তাহলে mining এর মাধ্যমে ইথেরিয়াম মাইন করে Ethereum জমা করতে পারবেন এবং বিক্রি করে আপনার লোকাল টাকা তে কনভার্ট করতেও পারবেন।

Ethereum কেনার পর ওই ইথেরিয়াম আপনার ওই ওয়েবসাইটের একাউন্ট এ দেখতে পাবেন শুধুমাত্র ডিজিটাল ফরম্যাট এ , এটি বিক্রি করে পুনরায় টাকা তে কনভার্ট করে নিজের টাকা ফেরত পেতে পারবেন।

শেয়ার করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *