ইনভার্টার কি? কেন, কিভাবে Inverter ব্যবহার করবেন

ইনভার্টার কি

ইনভার্টার কি? (What is an Inverter?): ইনভার্টার হলো একটি যন্ত্র, এটির মাধ্যমে ব্যাটারির মধ্যে সঞ্চিত ডাইরেক্ট কারেন্ট কে (direct current) কে অল্টারনেটিং কারেন্ট (AC) তে পরিবর্তন করে বাড়িতে অথবা বিভিন্ন জায়গাতে ব্যবহার করতে পারি।

অথবা অন্য ভাষায় বলে যেতে পারে, ডিসি ইলেকট্রিক সাপ্লাই কে এসি সাপ্লাই এ পরিবর্তন করে

সহজ ভাষায় বলতে গেলে, ইনভার্টারের এক প্রান্তে ডিসি (DC) ইলেকট্রিক সাপ্লাই দিলে অন্য প্রান্ত থেকে এসি (AC) ইলেকট্রিক সাপ্লাই পাওয়া যাবে।

আমাদের দৈনন্দিন জীবনে বেশিরভাগ বৈদ্যুতিক যন্ত্রপাতি এসি(AC অর্থাৎ Alternative current) এ চলে, কিন্তু ব্যাটারির মধ্যে DC সাপ্লাই সঞ্চিত থাকে তাই ওই ব্যাটারির সঞ্চিত ইলেকট্রিক শক্তির মাধ্যমে দৈনন্দিন জীবনে কাজে লাগানোর জন্য ইনভার্টার ব্যবহার করা হয়ে থাকে , ইনভার্টারের মাধ্যমে ব্যাটারির মধ্যে সঞ্চিত DC supply কে AC তে পরিবর্তন করে বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি চালানো যায়। উদাহরণ হিসেবে, আপনি ঘরের পাখা যেটি ইলেকট্রিক কারেন্টে চলে ওই পাখা কে ব্যাটারির সঞ্চিত কারেন্ট থেকে ইনভার্টার এর মাধ্যমে চালানো সম্ভব।

শুধু ব্যাটারি নয় , সোলার থেকেও DC সাপ্লাই উৎপন্ন হয় তাই সোলারের ডিসি কেও ইনভার্টারের মাধ্যমে পরিবর্তন করা যায়। অর্থাৎ যেকোনো উৎস থেকে উৎপন্ন ডিসি ইলেকট্রিক শক্তিকে AC তে রূপান্তরিত করতে ইনভার্টারের প্রয়োজন হয়।

সাধারণত ব্যাটারিতে কম ভোল্টেজ থাকে এবং ওই কম ভোল্টেজ এর DC সাপ্লাই থেকে অধিক মাত্রায় AC ভোল্টেজ পেয়ে থাকি। উদাহরন হিসেবে, আমরা ইনভার্টার সাধারণত ব্যাটারির সঙ্গে যুক্ত করি, ব্যাটারি যদি 12 ভোল্টের হয় ওই 12 ভোল্ট ব্যাটারি থেকে ইনভার্টারের মাধ্যমে ২২০ ভোল্ট পেতে পারি। আউটপুট (output) যে ভোল্টেজ পেয়ে থাকি তা নির্ভর করে ইনভার্টারের অভ্যন্তরীণ সার্কিট এর ওপর।

ওই সার্কিটের ভোল্টেজ এর পরিমাণ নির্ধারণ করা হয় বিভিন্ন দেশের ইলেকট্রিক সাপ্লাই স্ট্যান্ডার্ড অনুযায়ী। ভারতবর্ষে কিংবা আশেপাশে বেশিরভাগ দেশেই ২২০ ভোল্ট একটি স্ট্যান্ডার্ড ভোল্টেজ কিন্তু আমেরিকাতে স্ট্যান্ডার্ড ভোল্টেজ হল 110 ভোল্ট। তাই আমেরিকাতে যেসব বৈদ্যুতিক যন্ত্রপাতি আছে তা 110 ভোল্টে চলতে পারে এভাবেই বানানো হয়।

ইনভার্টার কে কিভাবে ব্যাবহার করা হয়

সাধারণত ব্যাটারীর মধ্যে সঞ্চিত কম ভোল্টের DC সাপ্লাই কে AC ইলেকট্রিক সাপ্লাই এ রুপান্তরিত করতে ইনভার্টার ব্যাবহার করা হয় ।

উদাহরণ হিসেবে ধরুন আপনার কাছে ৭ অ্যাম্পিয়ার ১২ ভোল্টের ব্যাটারি আছে (7 amp 12volt battery)। এবং ওই ব্যাটারি দিয়ে আপনার ঘরের মধ্যে থাকা লাইট জ্বালাতে চাইছেন।

কিন্তুু সমস্যা হলো ঘরের মধ্যে যে light লাগানো থাকে ওগুলো প্রায়ই ২২০ ভোল্ট AC কারেন্ট এ চলে। কিন্তুু আপনার ব্যাটারি এর মধ্যে 12 ভোল্ট এবং ডিসি কারেন্ট আছে যা লাইট জ্বলার জন্য উপযুক্ত নয়।

এক্ষেত্রে আপনি ইনভার্টার এর সাহায্য নিতে পারেন। বাজার থেকে ইনভার্টার কিনে নিয়ে এসে । ইনভার্টার এর ইনপুটে (Input এ) ব্যাটারি এর কানেকশন করবেন এবং ইনভার্টারের অপর প্রান্তে ( Output এ) লাইটের কানেকশন করবেন।

এবং ইনভার্টার কে চালু করলেই, ইনভার্টার ব্যাটারি থেকে 12 ভোল্টের ডিসি কারেন্ট নিয়ে লাইট কে ২২০ ভোল্ট এর এসি কারেন্ট প্রবাহিত করবে।

এর ফলে লাইট ২২০ ভোল্ট AC কারেন্ট পাবে যা লাইট জ্বলার জন্য উপযুক্ত। এবং লাইট টি জলে উঠবে।

কোথায় ইনভার্টার ব্যাবহার করা হয়

সাধারণত গ্রামাঞ্চলে যেখানে ইলেক্ট্রিসিটি পৌঁছতে পারেনি অথবা যেখানে বেশিরভাগ সময় ইলেক্ট্রিসিটি থাকে না। এছাড়াও শহরাঞ্চলেও হিসেবে ব্যবহার করা হয় ব্যাটারির সঙ্গে।

সোলার কিভাবে setup করা হয় ব্যাটারির ও ইনভার্টার এর সঙ্গে

গ্রামাঞ্চলে যেখানে ইলেক্ট্রিসিটি এখনও পৌঁছয়নি। ওই সব জায়গাতে সৌরশক্তি কে কাজে লাগিয়ে সোলার পওয়ার (solar power) এর মাধ্যমে ব্যাটারি কে চার্জ করা হয়।

এবং ইনভার্টার ব্যাবহার করে ব্যাটারি এর সঞ্চিত DC সাপ্লাই কে AC সাপ্লাই এ পরিবর্তন করে । বাড়িতে মধ্যে AC সাপ্লাই প্রদান করে।

এবং এই AC সাপ্লাই এর মাধ্যমে বাড়ির সমস্ত বৈদ্যুতিক জিনিসপত্র চলে। যেমন লাইট জ্বালানো , TV, পাখা ইত্যাদি ইত্যাদি।

(একটি কথা জেনে নিন যে সোলার এর ওপর যখন সূর্যের আলো পড়ে তখন সোলার থেকে DC সাপ্লাই উৎপন্ন হয় এবং ওই DC সাপ্লাই ব্যাটারির মধ্যে গিয়ে সঞ্চিত হয় । এবং এভাবে ব্যাটারি চার্জ করা হয় সোলার দ্বারা, যদিও সোলার থেকে উৎপন্ন ডিসি সাপ্লাই কে কন্ট্রোল করার জন্য একটি কন্ট্রোলার ও ব্যবহার করা হয় যার দ্বারা সোলার প্যানেল দ্বারা অতিরিক্ত উৎপন্ন কারেন্ট কোনোভাবেই যাতে বাড়িতে গিয়ে ব্যাটারিকে নষ্ট করতে না পারে।)

সরাসরি ইলেকট্রিক সাপ্লাই এর সঙ্গে কিভাবে যুক্ত করা হয় ইনভার্টার

এরকম সমস্যা গ্রামাঞ্চলে দেখা যায়। যেমন হটাত করেই ইলেক্ট্রিসিটি চলে যাওয়া এটি গ্রামাঞ্চলের মানুষ প্রায় সব সময় দেখতে পান। এতে অনেক সমস্যার তৈরি হয়।

ইনভার্টার ও ব্যাটারী

তাই অনেকেই ব্যাকআপ হিসেবে ইনভার্টার লাগিয়ে রাখেন বাড়িতে। যখন কারেন্ট চলে যাবে তখন আপনাআপনি ব্যাটারি থেকে ইনভার্টার এর মাধ্যমে বাড়িতে ইলেকট্রিক সাপ্লাই প্রদান করবে, এবং বাড়ির মধ্যে যাবতীয় বৈদ্যুতিক যন্ত্রপাতি আগের মতই চলবে কোনো বাধা ছাড়াই।

এরকম সিস্টেম এ ব্যাটারি চার্জ করা হয় বাড়ির ইলেকট্রিক থেকে। যখন ইলেকট্রিক থাকে ওই সময় বাড়ির অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি চলার সঙ্গে সঙ্গে ব্যাটারিও চার্জ হয়।

ব্যাটারি চার্জ করার জন্য Rectifier ব্যাবহার করা হয়। Rectifier এর কাজ হলো বাড়িতে যে AC সাপ্লাই থাকে সেই AC সাপ্লাই কে DC সাপ্লাই এ পরিবর্তন করে।

যেহেতু ব্যাটারি DC সাপ্লাই সঞ্চিত করে তাই ব্যাটারি এর জন্য DC সাপ্লাই প্রয়োজন । এবং এর জন্যই Rectifier ব্যাবহার করা হয় যা বাড়ির AC সাপ্লাই কে DC তে পরিবর্তন করে ব্যাটারি কে চার্জ হয় ওই DC সাপ্লাই দ্বারা।

ব্যাটারি চার্জ হয়ে গেলে যদি বাড়ির ইলেকট্রিক সাপ্লাই চলে যায় তখন ব্যাটারি থেকে DC সাপ্লাই ইনভার্টার এর মাধ্যমে AC তে রূপান্তরিত হয়ে বাড়িতে আগের মতোই ইলেক্ট্রিসিটি প্রদান করে।

শহরাঞ্চলে ইনভার্টার কেনো ব্যাবহার করা হয়?

শহরাঞ্চলে প্রায় সবসময়ই ইলেকট্রিক সাপ্লাই থাকে এই কারণে শহরাঞ্চলের লোকেরা বাড়িতে ইনভার্টার ব্যাবহার করে না।

কিন্তুু কম্পিউটার সার্ভার এবং অনেক গুরুত্ব পুর্ন ডিভাইস থাকে যা ৩৬৫ দিনই যেনো চালু থাকে কোনো রকম কোনো বাধা ছাড়াই।

তাই যদি কোনো কারণে কিছু সমস্যার জন্য ইলেকট্রিক চলে যায়। এরপরও যাতে সার্ভার কিংবা গুরুত্তপূর্ণ যন্ত্রটি চলতে পারে এটা নিশ্চিত করার জন্যই শহরাঞ্চলে ও ইনভার্টার ব্যাবহার করা হয় কিন্তুু সাধারণ পরিবারের ক্ষেত্রে ব্যাবহার হয়না বললেই চলে।

কিছু প্রশ্ন ও উত্তর

এই প্রশ্নটি অনেকেই বারে বারে জিগেস করে থাকেন এর জন্যই এই প্রশ্ন গুলিকে নিচ্ছি।

কোনটি ইনভার্টার হিসেবে কাজ করে যা সস্তাতেই পাওয়া যায়?

কম্পিউটারের জন্য ব্যাবহৃত UPS ইনভার্টার হিসেবে কাজ করে, এটি সস্তাতেই পাওয়া যায় এবং অনেকের ঘরের মধ্যে থাকে এটি।
সব থেকে ভালো ব্যাপার হলো, ইউপিএস এর মধ্যে ব্যাটারী থাকে তাই আপনাকে আলাদা করে ব্যাটারি কিনতে হবে না।
আর একটি বিষয় হলো , যেহেতু এটিতে ব্যবহৃত ব্যাটারী টি ছোটো থাকে, তাই শুধু LED light জ্বালানোর জন্য UPS ব্যবহার করতে পারেন।
ইউপিএস টি কম্পিউটারের জন্য ব্যবহার করা হয় তাই বেশি লোড দিলে UPS টি off হয়ে যাবে। আবার কম লোড দিলেও UPS OFF হয়ে যায়। এর জন্য ২ থেকে ৩ তে LED লাইট জ্বালালে উপযোগী।

ইনভার্টার ব্যবহার করতে গেলে ব্যাটারি এর প্রয়োজন আছে কি?

ইনভার্টার শুধুমাত্র একটি ডিভাইস যার দ্বারা DC কে AC তে পরিবর্তিত করা হয়। তাই ইনভার্টার ব্যবহার করতে গেলে DC power source চাই।
আর DC Power Source সোলার প্যানেল (Solar panel) অথবা ব্যাটারী থেকে পাওয়া যায়। তাই যদি সোলার থাকে, সেখানে ইনভার্টারের ব্যবহার করতেও পারেন।
কিন্তু সোলার প্যানেল থেকে যে ভোল্টেজ পাই , ওই ভোল্টেজের UP , down খুবই হয়ে থাকে তাই সোলার প্যানেল থেকে সরাসরি DC কে AC তে রূপান্তরিত করে ব্যবহার করলে , বাড়িতে থাকা যাবতীয় ইলেক্ট্রনিক্স সরঞ্জাম নষ্ট হতে পারে।
তাই ব্যাটারি তে প্রথমে ওই DC power কে সঞ্চিত করে, তারপর ওই power কে AC তে কনভার্ট করে ব্যবহার করে শ্রেয়।

উপসংহার

সহজ সরল কথাটা ইনভার্টার হলো একটি ডিভাইস যার দ্বারা ব্যাটারির থেকে বাড়িতে ইলেকট্রিক সাপ্লাই দেওয়া সম্ভব।

“যদি আপনার কোনরকম কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করতে পারেন। অথবা অন্য কোনো জিনিস সমন্ধে জানার ইচ্ছে থাকলে নিচে কমেন্ট করুন”।

UPS কে বাড়িতে ইনভার্টার হিসেবে ব্যবহার করুন ?
শেয়ার করুন

2 thoughts on “ইনভার্টার কি? কেন, কিভাবে Inverter ব্যবহার করবেন”

  1. MD Saydul Islam Sumon

    ইনভার্টার এসির কম্প্রেসার গুলো কত ভোল্টেজ এ চলে

  2. ইনভেটর ব্যাটারি সরাসরি বিদ্যুৎ লাইনে কিভাবে সেট করবো

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *