ইন্ডাকশন ওভেন ব্যাবহার করলে কেমন বিল আসবে?

ইন্ডাকশন ওভেন কেনার আগে অনেকেই চিন্তা করেন ইন্ডাকশন ওভেন ব্যবহার করার পরই খুব বেশি ইলেকট্রিক বিল আসবে নাতো?

তাই আজকে আমি লিখলাম ইন্ডাকশন ওভেন ব্যাবহার করলে কেমন বিল আসবে এটা নিয়ে।

সাধারণত ইন্ডাকশন ওভেন ১৮০০ ওয়াট থেকে ২৪০০ ওয়াট এর ইন্ডাকশন বিভিন্ন কাস্টমার কিনে থাকে।

যখন এমি ইন্ডাকশন ওভেন ব্যাবহার করলে ওই ইন্ডাকশন ওভেন এ ওয়াট সেট করতে পারেন কত ওয়াটে ইন্ডাকশন ওভেন চালাবেন।

আপনার ইন্ডাকশন ওভেন এ যেমন ওয়াট এ চালাবেন তেমন ওয়াট বিদ্যুৎ খরচ হবে।

যেমন ধরুন আপনি ১০০০ ওয়াট এ ইন্ডাকশন ওভেন সেট করলেন তাহলে ইন্ডাকশন ওভেন ১০০০ ওয়াট এর কাছাকাছি বিদ্যুৎ খরচ করবে প্রতি ঘণ্টা তে।

আবার আপনি ওয়াট বাড়িয়ে ১৮০০ ওয়াট কিংবা ২০০০ ওয়াট কিংবা ২৪০০ ওয়াট (যেমন ইন্ডাকশন ওভেন ব্যবহারে করবেন তেমন ওয়াট অনুযায়ী সর্বোচ্চ ওয়াট সেট করতে পারেন)।

আর ওয়াট বাড়ানোর সঙ্গে সঙ্গে ইন্ডাকশন ওভেন খুব তারা তারি জিনিস পত্র গরম করতে সক্ষম। অর্থাৎ যত বেশি ওয়াট সেট করবেন তত তাড়াতাড়ি খাবার গরম হবে।

ধরুন আপনি ১০০০ ওয়াট সেট করলেন তাহলে ১ ঘন্টায় ১০০০ ওয়াট বিদ্যুৎ খরচ হবে। যা ১ ইউনিট বলা হয়।

যদিও ১০০০ ওয়াট সেট করলেও ১০০০ ওয়াট বিদ্যুৎ নেয় না।

ইন্ডাকশন ওভেন সাধারণত ৯০০ থেকে ৯৫০ ওয়াট পর্যন্ত বিদ্যুৎ খরচ হয় যদি ১০০০ ওয়াট সেট করেন।

অর্থাৎ ১০০০ ওয়াট সেট করে ইন্ডাকশন ওভেন চালালে ৬৩ থেকে ৬৭ মিনিট পর্যন্ত ইন্ডাকশন ওভেন চালালে ১ ইউনিট বিদ্যুৎ খরচ হবে।

আর এক ইউনিট বিদ্যুৎ দের দাম ৬ টাকার কাছাকাছি ।

অর্থাৎ ১ ইউনিট অর্থাৎ ৬ টাকার বিদ্যুৎ খরচ হবে, যদি ১০০০ ওয়াট সেট করে ৬৩ থেকে ৭০ মিনিট পর্যন্ত ইন্ডাকশন ওভেন ব্যাবহার করেন।

এবং একটি জিনিস মাথায় রাখতে হবে যদি ভোল্টেজ যদি কম থাকে তাহলে আরো কম watt খরচ হবে। এবং watt যদি কম খরচ হয় তাহলে তাপ ও সেই পরিমানে কম হবে।

আমার ইনডাকশন ওভেন এর অভিজ্ঞতা

আমি গ্যাস ব্যবহার করেছি , এবং আমি ইনডাকশন ওভেন ও ব্যবহার করেছি।

গ্যাস এর মধ্যে আপনি যেকোনো ধরণের পাত্র ব্যবহার করে রান্না ও খাবার গরম করতে পারবেন। কিন্তু ইনডাকশন ওভেনে শুধু ষ্টীল ও লোহার প্রাত্র ই কাজ করবে।

বর্তমান দিনে যেভাবে গ্যাসের দাম বেড়েছে তাই ইনডাকশন ওভেন অনেকটা সস্তা রান্না করার জন্য। কিন্তু ইলেকট্রিসিটি না থাকলে আপনি রাঁন্না করতে পারবেন না।

আমি ১৮০০ watt এর ইনডাকশন ওভেন ব্যবহার করি। আমি যখনি ইনডাকশন ওভেন ১০০০ watt সেট করে চালাই তখন ৯০০ থেকে ৯৭০ watt এর মতো বিদ্যুৎ নিয়ে থাকে। যদি ভোল্টেজ কম থাকে তাহলে তো আরো অনেক কম বিদ্যুৎ যেমন ৮৫০watt এর মতো নিয়ে থাকে।

আবার যখন ১৮০০ watt এ চালাই তখন প্রায় ১০০০ watt থেকে ১৩০০ watt পর্যন্ত বিদ্যুৎ নিয়ে থাকে। যদি ভোল্টেজ কম থাকে তাহলে ১০০০ watt এর মতো নেবে এবং ভোল্টেজ বেশি থাকলে ১৩০০ watt পর্যন্ত বিদ্যুৎ নিতে পারে।\

১০০০ watt বিদ্যুৎ নেবে মানে প্রতি ঘন্টায় বলা হয়েছে এখানে। ১৩০০ watt মানে প্রতি ঘন্টা তে ১৩০০ watt বিদ্যুৎ খরচ হয়। প্রতি সেকেন্ডে নয় কিন্তু।

আর একটা কথা মাথায় রাখতে হবে , যা হলো যদি watt কম নেয় সেইমতো তাপও কম হবে।

১০০০ watt মানে ১ ইউনিট। আর ১ ইউনিট এর প্রায় ৬ টাকা ধরতে পারেন। আবার ১৩০০ watt মানে ১.৩ ইউনিট এবং ১.৩ ইউনিট এর দাম হলো ১.৩*৬=৭.৮ টাকা প্রতি ঘন্টাতে খরচ হয়ে থাকে যদি আমি আমার ইনডাকশন ওভেন কে ১৮০০ watt (যা আমার ইনডাকশন ওভেন এর সর্বোচ্চ) এ সেট করে চালাই।

আপনার এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। আমি উত্তর অবশই দেবো।

শেয়ার করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *