ওয়েবসাইট কাকে বলে? ওয়েবসাইট কিভাবে কাজ করে?

ইন্টারনেটের সঙ্গে যুক্ত কম্পিউটারে রাখা কিছু তথ্য (data) এবং ওই কম্পিউটারের IP অ্যাড্রেস এর সঙ্গে ডোমেইন (domain) কে যুক্ত করা হয়। ফলে আমাদের মোবাইল/কম্পিউটারের ব্রাউজারে ডোমেইনের নাম লিখলেই, ইন্টারনেটের মাধ্যমে ওই কম্পিউটারে রাখা তথ্য (data) আমাদের mobile/computer/laptop ডিভাইসে দেখতে পাই।

যখন কোনো ডোমেইনকে, কম্পিউটারের IP অ্যাড্রেস এর সঙ্গে যুক্ত করে ইন্টারনেটের মাধ্যমে ডেটা আদান প্রদান করা যায়। তখন ওই ডোমেইনকে ওয়েবসাইট বলা হয়।

এবং, সমস্ত সর্বজনীনভাবে অ্যাক্সেসযোগ্য ওয়েবসাইটগুলি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (World Wide Web অর্থাৎ www) গঠন করে। অর্থাৎ যেসব ওয়েবসাইট সমস্ত মানুষ খুলতে পারবে।

ওয়েবসাইটকে অনেকে আবার সাইট (Site) বলেই থাকেন। যেমন : music downloading site অথবা music downloading website. এরকম বলা হয়েও থাকে।

ওয়েবসাইট বিশদে:

ওয়েবসাইট বানাতে গেলে ডোমেইন এবং একটি ইন্টারনেটের সঙ্গে কম্পিউটারের প্রয়োজন। অর্থাৎ আপনার তথ্য গুলি যে কম্পিউটারে রাখা হবে। যার ফলে যে কেউ ইন্টারনেট ব্যবহার করে ওই কম্পিউটারে রাখা তথ্যকে দেখতে পারে।

প্রতিটা ইন্টারনেটের সঙ্গে যুক্ত কম্পিউটারের আইপি অ্যাড্রেস থাকে। IP address ঠিক 192.158.1.38 হয়ে থাকে।

আমরা যদি 192.158.1.38 IP Address ব্রাউজারে লিখেও ওই কম্পিউটারের সঙ্গে যুক্ত হয়ে ডেটা আদান প্রদান করতে পারি। কিন্তু সমস্যা হলো আমার এরকম IP অ্যাড্রেস মনে রাখতে পারিনা। তাই একটি ডোমেইনের সঙ্গে যুক্ত করা হয়ে থাকে।

ডোমেইন এর উদাহরণ হলো “wikipedia.org” এটি হলো ডোমেইন নাম এবং এই ডোমেইনটিকে একটি কম্পিউটারের IP অ্যাড্রেস এর সঙ্গে যুক্ত করা হয়। যার ফলে ওই ডোমেইনের নাম টাইপ করলে ওই কম্পিউটার থেকে ডেটা আদান প্রদান করতে পারবেন।

অর্থাৎ, যখন domain কে ইন্টারনেটের সঙ্গে যুক্ত কম্পিউটারের IP address এর সঙ্গে যুক্ত করা হয়। এবং ওই ডোমেইন এর মাধ্যমে ওই কম্পিউটারকে অ্যাক্সেস করা হয় একেই ওয়েবসাইট বলা হয়।

ওয়েবসাইট কিভাবে কাজ করে?

ইন্টারনেটের সঙ্গে যুক্ত কম্পিউটারে ডেটা রাখা হয় এবং ওই কম্পিউটারের IP এর সঙ্গে ডোমাইনকে যুক্ত করা হয়।

আমরা যখন আমাদের মোবাইল অথবা কম্পিউটারের ব্রাউজার থেকে ওই ডোমেইন কে টাইপ করি তখন ওই ডোমেইন এর সঙ্গে যুক্ত IP address এর কম্পিউটারের থেকে ডেটা ইন্টারনেটের মাধ্যমে আমাদের মোবাইল/কম্পিউটারের ব্রাউজারে ডাউনলোড হয়ে যায়।

এবং ওই ডেটা আমাদের মোবাইলে দেখতে পাই।

এছাড়াও ওই ইন্টারনেটের সঙ্গে যুক্ত কম্পিউটারের যদি ডেটা গ্রহণ করার সুবিধা দেওয়া থাকে তাহলে আপনি ডেটা আপলোড করতেও পারবেন।

স্ট্যাটিক ওয়েবসাইট কাকে বলে
ডাইনামিক ওয়েবসাইট কাকে বলে
শেয়ার করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *