কিভাবে অ্যাপ তৈরি করা হয়?

app বানানোর জন্য দুটি পদ্ধতি আছে , একটি হলো কোডিং শিখুন আর একটি হলো কোডিং না শিখেই বিভিন্ন app বানানোর প্লাটফর্ম আছে ঐখানে নিজের মতো করে ডিজাইন এর app বানাতে পারবেন কোনোরকমের কোডিং ও প্রোগ্রামিং স্কিল ছাড়াই।

ওই প্লাটফর্ম আপনার ডিজাইন এর ভিত্তিতে ব্যাকগ্রান্ড এ কোডিং করে দেবে।

অর্থাৎ আপনি নিজের মতো করে app বানাবেন এবং ওই প্লাটফর্ম আগে থেকেই কিছু কোডিং এর ব্লক বানিয়ে রেখেছে যেগুলি ড্র্যাগ এন্ড ড্রপ করে app বানিয়ে নিতে পারবেন খুব সহজেই কোনোরকমের কোডিং এর জ্ঞান ছাড়াই।

আর কোডিং এর মাধ্যমে অ্যাপ বানাতে গেলে আপনাকে প্রথমে কোডিং শিখতে হবে তারপর ই অ্যাপ বানাতে পারবেন।

কোডিং এর মাধ্যমে অ্যাপ বানানোর জন্য জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে পারেন অথবা কটলিন(Kotlin) প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে পারেন এবং প্রোগ্রামিং শেখার পরে অ্যাপ বানাতে পারবেন।

যদি আপনি জাভা কিংবা কটলীন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে চান তাহলে এই লিংকে ক্লিক করে কোর্স কিনে শিখতে পারেন।

কটলিন ও জাভা এর মধ্যে জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা কিছুটা সহজ এর এবং কটলিন প্রোগ্রামিং শেখা কিছুটা কঠিন।

কঠিন এর জন্যই বলা হচ্ছে কারণ জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার সময় যদি কোনো রকম কোনো সমস্যায় পড়েন তাহলে ইন্টারনেটে হই সমস্যা সমাধান প্রচুর পাওয়া যায় কিন্তু যদি আপনি কটলিন দিয়ে অ্যান্ড্রয়েড অ্যাপ বানানোর চেষ্টা করেন এবং কোন সমস্যার সম্মুখীন হন তাহলে ইন্টারনেটে খুব বেশি টিউটোরিয়াল পাওয়া যাবে না এর জন্যই কটলিন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখলে আপনাকে কিছুটা সমস্যার সম্মুখীন হতে হবে ।

কারণ কটলিন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নতুন জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের তুলনায় যার ফলে টিউটোরিয়াল সেইমতো বেশি পাওয়া যায় না। যেহেতু জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনেক সময় ধরে ব্যবহার করা হচ্ছে এবং প্রচুর জাভা প্রোগ্রামার প্রোগ্রামিং করেছেন তাই প্রত্যেকটা সমস্যা উনাদের হয়েছে এবং এই সমস্যার সমাধান ইন্টারনেটে পাওয়া যায়।

এছাড়া আপনি যদি কোডিং না শিখে অ্যান্ড্রয়েড অ্যাপ বানাতে চান তাহলে থাংকেবল (Thunkable) এর মত কিছু প্ল্যাটফর্ম আছে যা ব্যবহার করে কোনরকম কোডিংয়ের স্কিল ছাড়াই অ্যান্ড্রয়েড অ্যাপ বানাতে পারবেন।

যদি কোডিং ছাড়াই অ্যাপ বানানো যায় তাহলে কোডিং শিখে লাভ কি?

অনেকেই ভেবে থাকেন যদি কোডিং অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না শিখেই অ্যান্ড্রয়েড অ্যাপ বানানো যায় তাহলে কেন কোডিং শিখবেন?

বর্তমানে thunkable এর মত অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে কোনরকম কোডিংয়ের স্কিল ছাড়াই অ্যাপ বানাতে পারবেন।

কিন্তু সমস্যা হল ঐরকম প্লাটফর্মে বিভিন্ন রকমের ডিজাইন দেওয়া থাকে ওইগুলি আপনাকে ব্যবহার করতে হবে।

এবং এর থেকে আরো বড় সমস্যা হল যেহেতু ঐরকম প্ল্যাটফর্ম গুলি প্রথম থেকেই একটি কোডিংয়ের ব্লগ বানিয়ে রাখে এবং ব্লগগুলি আপনি ডিজাইনের কাজে লাগান তাই কোড অনেক বড় হয় যার ফলে কোন সামান্য একটি অ্যাপ বানাতে গেলেও অ্যাপ এর সাইজ অনেক বড় হয় কারণ ওই অ্যাপের মধ্যে অনেক অযথা না ব্যবহার করা কোড রয়েছে।

ঐরকম প্লাটফর্ম দিয়ে বানানো অ্যাপ এর মধ্যে বিভিন্ন রকমের ল্যাগিং এবং ধীরে চলে। এরকম সমস্যা দেখা যায় কারণ ওই অ্যাপের মধ্যে অনেক অযথা কোড পড়ে আছে যা অ্যাপকে অনেক বেশি সাইজ এর বানিয়ে ফেলে।

তাই কোডিং এর মাধ্যমে app বানালে ওই app কে যেমন খুশি ডিজাইন ও অনেক কম সাইজ এর বানাতে পারবেন। এবং ওই app অনেক ফাস্ট কাজ করবে।

এছাড়াও কোডিং এর মাধ্যমে বানানো app অনেক অ্যাডভান্স হতে পারে। কিত্নু Thunkable প্লাটফর্ম গুলিতে কোনোরকমের অ্যাডভান্স app বানাতে পারবেন না।

শেয়ার করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *