কিভাবে ফোনে হটস্পট সেটিং করবেন?

ফোনের হটস্পট অপশনের কাজ হলো মোবাইলের থেকে ওয়াইফাই সিগনাল ছাড়া এবং ওই ওয়াইফাই সিগনাল অন্য কোনো মোবাইল, কম্পিউটার ডিভাইস ব্যবহার করে ইন্টারনেট অ্যাকসেস করতে পারে ।

সহজ ভাষায়: হটস্পট এর মাধ্যমে ইন্টারনেট শেয়ার করা যায় অন্যান্য ডিভাইসে।

হটস্পট কিভাবে চালু করবো?

হটস্পট চালু করা খুবই সহজ, মোবাইলের নোটিফিকেশনে বারে হটস্পট চালু করার শর্টকাট অপশন থাকে।

এছাড়াও, আপনি সেটিংয়ে গিয়েও হটস্পট অপশনটি পেয়ে যাবেন।

সেটিং অপশনে ক্লিক করুন -> portable hotspot অপশনটি খুঁজে বের করুন।

কিভাবে ফোনে হটস্পট সেটিং করবেন?

সেটিং করার জন্য হটস্পট এর অপশনটি খুলতে হবে।

নিচে আমার মোবাইলের হটস্পট সেটিং এর ভেতরে যেসব অপশনগুলো আছে তার স্ক্রিনশট দিলাম।

  • Portable Hotspot : এখানে প্রথম অপশনএ হটস্পট চালু করতে পারবেন।
  • Setup Portable hotspot: অপশনে, হটস্পট এ পাসওয়ার্ড দিতে পারেন। যার ফলে যে কেউ আপনার হটস্পট থেকে ইন্টারনেট নেওয়ার জন্য কানেক্ট হয়ে পারবে না। কানেক্ট হতে গেলে ওই পাসওয়ার্ডের প্রয়োজন হবে ।
  • One time data limit: ডেটা লিমিট লাগাতে পারবেন, অর্থাৎ একটি নির্দিষ্ট পরিমাণ এর বেশি ডেটা হটস্পট ব্যবহারকারী ব্যাবহার করতে পারবে না।
  • Turn off Hotspot automatically: এই অপশনটি চালু রাখলে হটস্পট এর সঙ্গে কোনো ডিভাইস কানেক্ট না থাকলে হটস্পট কিছুক্ষণের মধ্যে অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে।
  • Bluetooth tethering : এই অপশনটি on করে ব্লুএটুথের মাধ্যমে ইন্টারনেট শেয়ার করতে পারবেন।
  • Connect device: এই অপশনের মধ্যে দেখতে পাবেন কতগুলি ডিভাইস যুক্ত আছে ওই

এইভাবে হটস্পটের সেটিং এ গিয়ে পছন্দমতো সেটিং করতে পারবেন।

যদি আরো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না।

শেয়ার করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *