কোনটিতে বিদ্যুৎ বেশি খরচ হয়, ল্যাপটপ নাকি ডেস্কটপ?

ডেক্সটপে বেশি বিদ্যুৎ খরচ হয় ল্যাপটপের তুলনায়।

বিশদে বলছি, ল্যাপটপ সাধারণত 15 থেকে 45 ওয়াট কিংবা 70 ওয়াট পর্যন্ত দেখা যায় এর থেকে বেশি দেখতে পাওয়া যায় না।

কিন্তু ডেক্সটপ কম্পিউটারের বৈদ্যুতিক ওয়াট কম করে 60 থেকে এবং সর্বোচ্চ 250 ওয়াট পর্যন্ত হতে পারে।

এবং আপনি যদি কম্পিউটারকে স্লিপ মোডে রেখে দেন এই অবস্থায়ও 1 থেকে 6 ওয়াট পর্যন্ত বিদ্যুৎ গ্রহণ।

আমি আমার হিসেব বলতে গেলে আমার যে ল্যাপটপ আছে ওই ল্যাপটপ সাধারণতঃ চালু অবস্থায় 30 ওয়াট মতো বিদ্যুৎ নেয়।

(যদিও বিদ্যুৎ কেমন নেবে তা নির্ভর করে আপনি কম্পিউটারে কত ভারী কাজ করছেন, ভারী অর্থাৎ কেমন প্রসেসিং পাওয়ার ব্যাবহার করছেন।)

মোটামুটি নরমাল কাজ করলে আমার ল্যাপটপ 30 ওয়াট বিদ্যুৎ নিয়ে থাকে।

এবং আমার কাছে যে কম্পিউটার আছে ওই কম্পিউটার ১৫০ ওয়াটের মত বিদ্যুৎ নিয়ে থাকে নর্মাল কাজকর্ম করলে অর্থাৎ কম্পিউটার যথেষ্ট বেশি বিদ্যুৎ নিয়ে থাকে ল্যাপটপের তুলনায়।

শেয়ার করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *