কোন ইলেকট্রনিক্স পণ্য চার্জে বসানোর সময় এসি নাকি ডিসিতে চার্জে বসাতে হবে?

ইলেকট্রনিক্স পণ্য গুলি চার্জে বসানোর মানে হলো, ওই ইলেকট্রনিক্স যন্ত্রাংশের মধ্যে থাকা ব্যাটারী কে চার্জ করা। এবং ব্যাটারী সবসময় ডিসি বিদ্যুতের মাধ্যমে চার্জিং নেয় এবং ডিসি বিদ্যুৎ প্রদান করে। তাই ব্যাটারী চার্জ করতে DC বিদ্যুতের প্রয়োজন এবং ব্যাটারী থেকে প্রাপ্ত বিদ্যুৎ ও DC তেই পাওয়া যায়।

কিন্তু, আমরা যেসব ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করি ওই ডিভাইস কে চার্জ করার জন্য চার্জিং adapter পাওয়া যায় (যা সম্ভবত ওই ডিভাইসের সংঙ্গেই দিয়ে থাকে )

ওই এডাপটার কে কিন্তু AC বিদ্যুতের সংগে যুক্ত করতে হবে তাহলেই চার্জ হবে। কারণটি হলো ওই adapter এর কাজ হলো, AC বিদ্যুৎকে ইনপুট হিসেবে নেয় এবং adapter এর ভেতরে ইলেকট্রনিক্স সার্কিট এর মাধ্যমে ২২০ ভোল্ট AC বিদ্যুৎ কে ৫ ভোল্ট ডিসি অথবা ১৯ ভোল্ট ডিসি (ব্যাটারী অনুযায়ী চার্জিং adapter এর সার্কিট বানানো হয় এবং সেভাবেই DC ভোল্টেজ এর পরিমান নির্ধারিত হয় )

উদাহরণ হিসেবে, মোবাইল চার্জ করতে গেলে মোবাইলের চার্জার পাওয়া যায়। ওই চার্জার কে AC বিদ্যুতের সঙ্গে যুক্ত করতে হবে এবং চার্জার এর ভেতরে ইলেকট্রনিক্স সার্কিট ২২০ ভোল্ট এসি বিদ্যুৎ কে ৫ ভোল্ট ডিসি বিদ্যুৎ এর পরিণত করে আউটপুট হিসেবে মোবাইলের ব্যাটারী কে চার্জ করবে।

ল্যাপটপের ক্ষেত্রেও একই ব্যাপার, ল্যাপটের চার্জিং এডাপটার কে আপনার বাড়ির বিদ্যুতের সংঙ্গে লাগাতে হবে এবং ওই adapter থেকে ১৯ ভোল্ট ডিসি বিদ্যুৎ output হিসেবে বেরোবে। ওই ১৯ ভোল্ট ডিসি এর মাধ্যমেই ল্যাপটপের ব্যাটারী চার্জ হবে।

অর্থাৎ ইলেকট্রনিক্স ডিভাইস অবশই ডিসি তে চার্জ হয় , কিন্তু যেহেতু আমাদের বাড়িতে AC বিদ্যুৎ থাকে তাই ওই AC থেকে ডিসি তে রূপান্তরিত করার জন্য চার্জিং এডাপটার ব্যবহার করা হয়।

কোনো কোনো ইলেক্ট্রনিক্স ডিভাইসের মধ্যেই ইলেক্ট্রিনক্স সার্কিট থাকে যার কাজ হলো AC থেকে ডিসি তে রূপান্তর করা। ওই সব ডিভাইসের চার্জিং এর জন্য আলাদা এডাপটার ব্যবহার করা হয় না। শুধু মাত্র একই ক্যাবল এর মাধ্যমে ইলেকট্রিক লাইনের সংগে যুক্ত করলেই চার্জ হতে থাকে। কারণ ওই ডিভাইসের ভেতরেই এসি কে ডিসি তে রূপান্তর করার সার্কিট আছে। যেমন : trimmer .

সারমর্ম:

ব্যাটারী ডিসি বিদ্যুৎ এ চার্জ হয় কিন্তু যেহেতু আমাদের বাড়িতে AC বিদ্যুৎ থাকে তাই আলাদা, তাই আলাদা করে চার্জিং এডাপটার দেওয়া হয় যার মাধ্যমে ওই AC বিদ্যুতের সংঙ্গে ওই চার্জিং এডাপটার কে যুক্ত করে ইলেকট্রনিক্স ডিভাইসটি চার্জ করতে পারবেন।

যদি আপনার বাড়িতে নির্দিষ্ট ভোল্টেজ এর ডিসি বিদ্যুতের উৎস থাকে তাহলে ওই ডিসি বিদ্যুৎ দিয়ে সরাসরি চার্জ করতে পারবেন ব্যাটারী কে।

কিন্তু সাবধান থাকা দরকার কারণ ডিসি ভোল্টেজ খুব বেশি হয়ে যায় ব্যাটারির ভোল্টেজ এর তুলনায় তাহলে কিন্তু ব্যাটারী নষ্ট হতে পারে এবং ইলেকট্রনিক্স ডিভাইসের ভেতরের সার্কিট ও নষ্ট হতে পারে।

শেয়ার করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *