প্যান কার্ড কি?, কিভাবে বানাবেন ? কি ডকুমেন্ট লাগবে ?

প্যান কার্ড

এই পোস্টটি নিখুঁতভাবে পড়ুন, প্যান কার্ড সম্বন্ধিত সমস্ত তথ্যগুলি জানতে। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করতে পারেন।

প্যান কার্ড কি ?

প্যান (PAN) এর পুরো নাম হলো Permanent account number , একটি অদ্বিতীয় পরিচয় নম্বর যা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট অফ ইন্ডিয়া (income tax department of India) জারি করেছে। এই প্যান কার্ডের মাধ্যমে প্রত্যেক কর (tax) দেওয়া ব্যাক্তিকে সহজেই শনাক্ত করা সম্ভব।

যখনই আপনি কোনো ব্যাংকে একাউন্ট খুলতে যাবেন , তখন প্যান কার্ডের নম্বর নেওয়া হয় , শুধু এই নয় প্রায় সমস্ত রকমের আর্থিক (financial) কাজের জন্য প্যান কার্ডের প্রয়োজন হয়।

আপনার প্যান কার্ডটি আপনার সমস্ত রকমের ট্যাক্স (tax) সংক্রান্ত তথ্য সঞ্চিত করে রাখে , ওই একটি কার্ডের নম্বরের মধ্যে।

ট্যাক্স ডিপার্টমেন্ট যদি আপনার ট্যাক্স (tax) ও ইনকাম সম্বন্ধিত তথ্য দেখতে চায় তাহলে সব কিছুই ওই প্যান নম্বরের মধ্যে যাচ্ছে। ওই প্যান নম্বরের মাধ্যমে ইনকাম ট্যাক্স ডির্পার্টমেন্ট সহজেই বুঝে নিতে পারবে আপনার কত গুলি একাউন্ট আছে ও সমস্তকিছুই বোঝা সম্ভব।

কারণ ওই প্যান কার্ডটি আপনার সমস্ত ফিন্যান্সিয়াল একাউন্ট এর সঙ্গে লিংক করা আছে।

PAN Card অনলাইনে ও অফলাইনে এই দুই ভাবেই বানাতে পারবেন।

প্যান কার্ড করতে কি কি ডকুমেন্ট লাগে?

  1. পরিচয় প্রমাণপত্র (Proof of identity)
  2. ঠিকানার প্রমাণপত্র (proof of address)
  3. জন্ম তারিখের প্রমাণপত্র (proof of date of birth)

1. Proof of Identity (পরিচয় প্রমাণপত্র)

পরিচয়ের প্রমাণপত্র হিসেবে, যেগুলি ব্যবহার করতে পারবেন তা হলো:

  • আধার কার্ড
  • ভোটার কার্ড
  • ড্রাইভিং লাইসেন্স
  • রেশন কার্ড
  • পাসপোর্ট
  • পেনশন কার্ড
  • রাজ্য অথবা কেন্দ্র সরকারের দারা অনুমোদিত কোনো ফটো আছে এরকম কার্ড।

এগুলি মধ্যে যেকোনো একটি ব্যবহার করতে পারবেন।

2. Proof of address (ঠিকানার প্রমাণপত্র)

  • আধার কার্ড
  • ভোটার কার্ড
  • ড্রাইভিং লাইসেন্স
  • পোস্ট অফিসের বই।
  • পাসপোর্ট
  • ইত্যাদি

3. জন্ম তারিখের প্রমাণপত্র (proof of date of birth)

  • আধার কার্ড
  • ভোটার কার্ড
  • ড্রাইভিং লাইসেন্স
  • পাসপোর্ট
  • মাধ্যমিকের সার্টিফিকেট
  • Birth certificate
  • ইত্যাদি।

কিভাবে অনলাইন প্যান কার্ড বানাবেন?

স্টেপ ১: প্রথমে এখানে ক্লিক করুন। তাহলে প্যান কার্ড বানানোর জন্য NSDL এর পেজটি খুলে যাবে।

প্যান কার্ড অনলাইন এপলাই স্টেপ ১

স্টেপ ২ :

  • ভারতীয়দের জন্য নতুন প্যান কার্ড বানানোর জন্য Form 49A টি সিলেক্ট করুন।
  • বিদেশীদের জন্য নতুন প্যান কার্ড বানানোর জন্য Form 49AA টি সিলেক্ট করুন।
  • প্যান কার্ডে কোনো ভুল থাকলে , কোনো পরিবর্তন করার জন্য , অথবা প্যান হারিয়ে গেলে, শেষের অপশনটি ক্লিক করুন।

এবং বাকি ফর্ম টিকে পূরণ করুন , যেমন sri/smt/ kumari, নাম , পদবি , জন্ম তারিখ , ইমেইল , ফোন নম্বর, captcha code দিন এবং Submit করুন।


স্টেপ ৩ : এখানে আপনি একটি টোকেন নম্বর দেখতে পাবেন , যদিও ওই token নম্বরের প্রয়োজন নেই। Continue with PAN Application Form অপশনে ক্লিক করুন।

প্যান কার্ড অনলাইন apply স্টেপ

স্টেপ ৪ : এখানে ডকুমেন্ট গুলি কিভাবে submit করবেন , সেই পদ্ধতি গুলি দেওয়া আছে।

  • submit digitally through e-KYC & e-Sign (Paperless) : এই অপশনটি ব্যবহার করলে আপনাকে কোনো ডকুমেন্ট আপলোড অথবা পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে হবে না।
  • Submit scanned images through e-Sign: এই অপশনটি ব্যবহার করতে পারেন , যদি আপনার মোবাইল নম্বর আধার কার্ডের সংঙ্গে লিংক করা থাকে।
  • Forward application documents physically: যদি আধার কার্ডের সংঙ্গে মোবাইল নম্বরের লিংক না থাকে , তাহলে এই অপশনটি ক্লিক করুন।

ফর্মের বাকি অংশটি পূরণ করে , Next বাটনে ক্লিক করুন।

pan card apply step 4

স্টেপ ৫ :

এই পেজে আপনার Area কোড, AO Type, Range Code, লিখতে হবে।

ওই সমস্ত কোডগুলি ওই পেজের নিচেই পেয়ে যাবেন, নিচে আপনার রাজ্যের নাম ও City নাম লিখুন। তারপর অনেক code দেখাবে। এর মধ্যে যেটি আপনার কাছের কোড ওটি লিখুন।

এরপর next বাটনে ক্লিক করুন।

pan card apply step 5

স্টেপ ৬ :

এখানে Documents সমন্ধিত তথ্য গুলি লিখতে হবে এবং সেইসঙ্গে ফটো ও হস্তাক্ষর লিখে আপলোড করতে হবে।

এবং Submit বাটনে ক্লিক করতে হবে।

pan card apply step 6

স্টেপ ৭ :

এই স্টেপে আপনাকে পেমেন্ট করতে হবে, payment করার জন্য অনলাইন অথবা demand Draft ব্যবহার করতে পারেন।

₹১১৫.৯০ টাকা দিতে হবে।

pan card apply payment step

Step ৮:

পেমেন্ট হওয়ার পরে, ১৬ টি সংখ্যার একটি acknowledgement স্লিপ পাবেন।

ওটি প্রিন্ট (Print) করুন এবং যুক্ত করুন দুটো পাসপোর্ট সাইজ ফটো সঙ্গে sign করতে হবে ওই acknowledgement স্লিপের এর ওপর ।

স্টেপ ৯:

উল্লিখিত সমস্ত ডকুমেন্টে (self attested) করে এবং ডিমান্ড ড্রাফট (যদি অনলাইনে পেমেন্ট না করে থাকেন) এবং এবং acknowledgement ।

এই সমস্তকিছু কে একটি খামের মধ্যে ভর্তি করে।

NSDL এর ঠিকানা তে পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিন।

NSDL এর ঠিকানাটি নিচে দেওয়া হলো:

Income Tax PAN Services Unit,
NSDL e-Governance Infrastructure Limited,
5th floor, Mantri Sterling, Plot No. 341,
Survey No. 997/8, Model Colony,
Near Deep Bungalow Chowk, Pune – 411016

Note: খামের ওপরের লিখতে ভুলবেন না , “APPLICATION FOR PAN— N- একনলেজমেন্ট নাম্বার টি লিখবেন”

কিভাবে অফলাইনে PAN Card বানাবেন?

Offline বানানোর জন্য আপনাকে কাছের কোনো nearby TIN NSDL centre এ যেতে হবে। Pan card centre এ গিয়ে অফলাইনে প্যান কার্ড বানাতে পারবেন।

আপনার নিকট NSDL Center খোঁজার জন্য Google এ সার্চ করতে পারেন।

প্যান কার্ড হারিয়ে গেলে অথবা সংশোধন কি করবেন?

যদি আপনার প্যান কার্ড হারিয়ে যায় অথবা সংশোধন করতে চান, তাহলে NSDL এর ওয়েবসাইটে গিয়ে দ্বিতীয়বার প্যান কার্ডের জন্য apply করতে পারেন।
এভাবে আপনাকে Changes or Correction in existing PAN Data / Reprint of PAN Card (No changes in existing PAN Data) এই অপশনটি বেছে নিতে হবে। এইভাবে অনলাইনেই মাধ্যমে হারিয়ে যাওয়া প্যান কার্ড অথবা সংশোধন করা কার্ড নতুন ভাবে পাবেন।

আর অফলাইনের মাধ্যমে যদি হারিয়ে যাওয়া কার্ড অথবা Update করতে গেলে, নিকটবর্তী কোনো NSDL এর সেন্টারে যেতে পারেন।
এই সম্পূর্ণ পোস্টটি পড়ুন। প্যান কার্ড সমস্তকিছু দেওয়া আছে।প্যান কার্ড হারিয়ে গেলে অথবা সংশোধন কি করবেন?

প্যান কার্ড বানাতে দিয়েছেন , status check করবেন কিভাবে ?

প্যান কার্ড বানাতে দিয়েছেন স্ট্যাটাস চেক করার জন্য nsdl.com ওয়েবসাইটে ক্লিক করুন। এবং Acknowledgment Number লিখে, ক্যাপচা কোড লিখে sumit বাটনে ক্লিক করলে দেখতে পাবেন , প্যান কার্ডের বর্তমান status . প্যান কার্ড বানাতে দিয়েছেন , status check করবেন কিভাবে

কিভাবে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করবেন?

ইনকাম ট্যাক্সের অফিসিয়াল ওয়েবসাইটে incometaxindiaefiling.gov.in visit করুন। ফর্ম টি পূরণ করে Link Aadhaar বাটনে ক্লিক করুন। কিভাবে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করবেন?
শেয়ার করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *