ফোন রিসেট করার পর ইমেইল একাউন্ট ভুলে গেছি – কি করবো?

বর্তমানের প্রায় সমস্ত অ্যান্ড্রয়েড স্মার্ট ফোনের মধ্যেই এফ আর পি (FRP) লক (Lock) থাকে।

সংক্ষেপে FRP lock হলো, যদি আপনি এন্ড্রয়েড স্মার্ট ফোনকে রিসেট করেন এবং ফোন রিসেট হওয়ার পর বন্ধ হয়ে আবার চালু হওয়ার পরে আপনার ওই মোবাইলের মধ্যে যে জিমেইল অ্যাকাউন্ট ছিল ওই জিমেইল একাউন্ট দিয়ে পুনরায় লগইন করতে হবে তাহলেই এই মোবাইলটি পুনরায় সম্পূর্ণরূপে ব্যবহার করতে পারবেন।

তা না হলে ফোনটি লক অবস্থায় রয়ে যাবে।

যদি আপনি মোবাইল রিসেট করার পূর্বের জিমেইল একাউন্ট এবং পাসওয়ার্ড ভুলে যান তাহলে আপনি কোনোভাবেই লগ ইন করতে পারবেন না।

তাই এই অবস্থায় আপনাকে মোবাইলের এফ আর পি লক কে বাইপাস করার জন্য মোটামুটি চারটি অপশন আছে যা হলো।

মোবাইলের দোকানিরা সাধারনত এই চারটি পদ্ধতির মাধ্যমে যেকোনো মোবাইলের এফ আর পি লক খুলে থাকেন।

১. ফোনের সেটিং এ গিয়ে

কিছু কিছু মোবাইলের সেটিং এ গিয়ে বিভিন্ন সেটিং এর মাধ্যমে নতুন করে কোনো একটি জিমেইল অ্যাকাউন্টকে এড করা হয়ে থাকে।

২. থার্ড পার্টি কোন সফটওয়ারের মাধ্যমে

কিছু কিছু ফোনের সেটিং এর মাধ্যমে নতুন করে কোন জিমেইল অ্যাকাউন্ট হ্যাক করা যায় না এক্ষেত্রে থার্ড পার্টি কোন অ্যাপ ডাউনলোড করতে হয় এবং এই অ্যাপের মাধ্যমে এই মোবাইলের এফ আর পি লক বাইপাস করা হয়।

৩. কম্পিউটার ল্যাপটপ এর মাধ্যমে

কম্পিউটার ল্যাপটপ এর সফটওয়্যার এর মাধ্যমে মোবাইলের এফ আর পি লক কে রিমুভ করে দেওয়া সম্ভব হয় এবং মোবাইলের দোকানিরা এই পদ্ধতি অবলম্বন করে থাকেন।

৪. Frp lock রিমুভ করার ডিভাইস

এফআরপি লক রিমুভ করার জন্য ডিভাইস ও কিনতে পাওয়া যায় রিমুভ করা সম্ভব হয়।

৫. অনলাইনের মাধ্যমে

কিছু কিছু মোবাইল কোম্পানির ফোনে এফআরপি লক হয়ে গেলে ওই কোম্পানির থেকে অনলাইনের মাধ্যমে এফআরবি লক রিমুভ করার জন্য লাইসেন্স কিনতে পাওয়া যায় এবং লাইসেন্স এর মাধ্যমে এফ আর পি লক রিমুভ করা হয়ে থাকে।

শেয়ার করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *