ফ্রিজ থেকে একটু পর পর জোরে শব্দ হয় এবং কেন হয়?

ফ্রিজের মধ্যে কম্প্রেসার নামক একটি যন্ত্র থাকে, যার কাজ হলো রেফ্রিজারেন্ট কে পাম্প করে ফ্রিজের মধ্যে প্রবাহ করানো।

রেফ্রিজারেন্ট এর প্রবাহ হলে তাহলেই ফ্রিজ ঠান্ডা হওয়া শুরু করে।

যতক্ষণ ওই কম্প্রেসার চলে ততক্ষণ ফ্রিজ ঠান্ডা হওয়ার কাজ চলে।

একবার নির্দিষ্ট পরিমাণ ঠান্ডা হয়ে গেলে ফ্রিজের মধ্যে থাকা ওই কম্প্রেসার বন্ধ হয়ে যায়।

যার ফলে অতিরিক্ত ঠান্ডা হয়না আর।

আবার ধীরে ধীরে ফ্রিজের মধ্যে ধীরে ধীরে তাপ বাড়তে থাকে।

এবং ফ্রিজের কম্প্রেসার আবার চালু হয়ে যায়। ওই কম্প্রেসার যখনই চালু হয়ে যায় তখনই একটা শব্ধ শোনা যায় ফ্রিজের পেছনের নিচের দিক থেকে (কারণ ওই জায়গায় কম্প্রেসার রাখা থাকে)।

একইভাবে যখন পর্যাপ্ত ঠান্ডা হয়ে যায় তখন ওই কম্প্রেসার বন্ধ হয়ে যায়। যার ফলে কোন রকমের কোন শব্দ শুনতে পাওয়া যায় না।

আবার ধীরে ধীরে যখন ফ্রিজের মধ্যে ঠান্ডা কমতে থাকে তখন কম্প্রেসার চালু হয়ে যায় এবং ওই কম্প্রেসারের শব্দ আপনি শুনে থাকেন সাধারণত।

এভাবেই ফ্রিজ চলতে থাকে। এবং আপনি যে ফ্রিজের পেছনের শব্দ শুনতে পান সেটি হল কম্প্রেসার চলার শব্দ।

শেয়ার করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *