1000 ইংরেজি বানান হলো One Thousand (ওয়ান থাউস্যান্ড).
যদি কেউ হাজার এর ইংরেজি বানান জিগেস করে তাহলে Thousand (থাউস্যান্ড) বলতেও পারেন। ঠিক যেমন আমরা বাংলাতে একশত টাকাকে শত টাকা বলতে পারি।
তেমনি শুধু thousand টাকা বললে ১ হাজার টাকাকেই বোঝায়।
যদিও 1000 এর ইংরেজি বানান হিসেবে one thousand লেখাই উচিত। এতে ভালোভাবে বোঝা যায়।