এসি এবং ডিসি বিদুৎ প্রবাহ কী?

এসি:

AC অর্থাৎ alternating current এটি হলো একপ্রকারের বিদ্যুতের প্রবাহ।

AC এর বিদ্যুৎ প্রবাহ ক্ষেত্রে বিদ্যুতের প্রবাহ (Electron এর প্রবাহ) একবার সামনের দিকে এগিয়ে যায় আবার পেছনের দিকে পিছিয়ে যায়।

এরকম ভাবেই একবার সামনের দিকে প্রবাহ হয় আবার উল্টো দিকে ইলেকট্রন ফিরে আসার প্রবাহ হয়।

এটি কেই AC অর্থাৎ অল্টারনেটিং কারেন্ট বলা হয়।

অল্টারনেটিং কারেন্ট এর ক্ষেত্রে ৪ টি ধাপে বিদ্যুৎ প্রবাহ হয়।

  1. প্রথমে বিদ্যুৎ এর প্রবাহ সামনের দিকে প্রবাহ করে।
  2. পরে ওই প্রবাহ এর একটি জায়গায় গিয়ে স্থির হয় কয়েক মাইক্রো সেকেন্ড এর জন্য।
  3. আবার ওই প্রবাহ পিছনের দিকে ফিরে আসে ।
  4. আবার ওই প্রবাহ কয়েক মাইক্রো সেকেন্ডের জন্য স্থির হয়।

এবং ওই প্রবাহ আবার সামনের দিকে এগিয়ে যায়। এরকম পুনরায় একটি ভাবে রিপিট হয়ে থাকে। এভাবেই এই সাইকেল চলতে থাকে।

একবার বিদ্যুত প্রবাহ সামনের দিকে গেলো আবার কিছুক্ষণ পরে ফিরে এলে। এটাকে একটি সাইকেল বলা হয়।

এক একটি সাইকেল কে কে ১ hz বলতে পারেন যা আমরা অল্টারনেটিং কারেন্ট এর ক্ষেত্রে বলে থাকি। যেমন আমরা বলি আমাদের দেশের AC বিদ্যুতের ফ্রিকোয়েন্সি ৫০hz/সেকেন্ড । অর্থাৎ ১ সেকেন্ডে এরকম ৫০ টা সাইকেল কমপ্লিট হয়।

অর্থাৎ অল্টারনেটিং কারেন্ট এক দিক থেকে অন্য দিকে প্রবাহিত হয়না।

এক দিক থেকে অন্য দিকে প্রবাহিত হয় আবার কয়েক মাইক্রো সেকেন্ডের মধ্যে ডিরেকশন চেঞ্জ করে পুনরায় প্রথমের জায়গায় ফিরে আসে। আবার সামনের দিকে প্রবাহিত হয় আবার ফিরে আসে। এটি ১ সেকেন্ড এ ৫০ বার হয়ে থাকে।

এবং AC বিদ্যুতের প্রবাহ যখন একদিক থেকে অন্য দিকে আবার অন্য দিক থেকে ওই দিকে ফিরে আসে । ওর মাঝখানে যদি কোনরকমের কোনো রেজিস্ট্যান্স( যেমন বাল্ব) লাগানো থাকে এতে ওই বাল্ব এর মধ্যে দিয়ে ইলেকট্রন এর যাওয়া আসার ফলে বাল্ব জলে ওঠে।

AC জেনারেটর থেকে উৎপন্ন করা হয়।

DC:

ডিসি অর্থাৎ ডাইরেক্ট কারেন্ট এর ক্ষেত্রে বিদ্যুৎ প্রবাহ একই দিকে প্রবাহিত হয়।

ইলেকট্রন এর প্রবাহ একই দিকে হতে থাকে।

AC এর মত বিদ্যুতের প্রবাহ একবার সামনে একবার পিছনে এরকম হয়না। ডিসি একই দিকে বয়ে চলে।

এবং বয়ে চলার সময় সামনে যদি কোনো রেজিস্ট্যান্স (যেমন বাল্ব) থাকে তাহলে ওই বাল্ব এর মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময় ওই বাল্ব জলে ওঠে।

DC এর ক্ষেত্রে কোনরকমের কোনো ফ্রিকোয়েন্সি হয়না। বিদ্যুতের প্রবাহ সব সময়ই একই দিকে প্রবাহিত হয়।

সাধারণত ব্যাটারির মধ্যে ডিসি সঞ্চিত থাকে।

শেয়ার করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *