AC ব্যবহার করলে AC ভেতর থেকে পানি বের হয়। এই পানিটা আসে কোথা থেকে?

আমরা দেখেছি AC ব্যবহার করলে AC(Air conditioner) থেকে পানি বের হয়, এবং আমরা ওই পানিকে সাধারণত কোনো পানি রাখার প্লাষ্টিক এর মধ্যে জমা করে রাখি পরে ফেলে দিই অথবা পাইপ এর মাধ্যমে সরাসরি বাইরে ফোটা ফোটা করে পড়ে।

ঘরের ভেতরের জ্বলীয়বাস্প থাকে যা আমরা বায়ুর আদ্রতা বলে থাকি।

গরম কালে বাতাসের মধ্যে জলীয়বাষ্প এর পরিমাণ অনেক বেশি থাকে শীতকালের তুলনায়।

যখনই air কন্ডিশনার চলে , air conditioner এর কপার কয়েল খুবই ঠাণ্ডা হয়ে যায় এবং ওই ঠান্ডা কয়েলের সংস্পর্শে আসা বায়ুও ঠান্ডা হয়ে যায়।

আর বায়ু ঠান্ডা হয়ে গেলে বায়ুর মধ্যে থাকে জলীয় বাষ্প পানিতে পরিণত হয়।

এবং ওই পানি AC এর একটি ট্রে তে পড়তে থাকে , এবং ওই ট্রে থেকে পানি ধীরে ধীরে পাইপের মাধ্যমে বাইরে বেরিয়ে ফোঁটা ফোঁটা আকারে পাইপ থেকে ঝরে পড়ে। অথবা কোনো কোনো AC ব্যবহারকারী ওই পানিকে একটি পাত্রের মধ্যে জমা করে রাখে। পরে ফেলে দেয়।

সংক্ষেপে:

এসি এর ভেতরে coil থাকে যা ঠান্ডা হয়ে যায়। এবং ওই ঠান্ডা coil এর সংস্পর্শে এসে ঘরে থাকা জলীয়বাষ্প পানিতে পরিণত হয়। ওই পানি বাইরে বের হয়।

সাধারণ বিজ্ঞানের নিয়ম অনুযায়ী: পানিকে গরম করবে বাষ্প তে পরিণত হবে আবার ঠান্ডা করলে পানিতে পরিনত হবে।

এখানেও ঠিক একই কাজ করছে, যেহেতু পানি বাষ্প আকারে ছিল এবং ওই বাষ্প কে ঠান্ডা করেছে তাই পানিতে পরিণত হয়েছে।

শেয়ার করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *