AC ব্যবহার করলে AC ভেতর থেকে পানি বের হয়। এই পানিটা আসে কোথা থেকে?

আমরা দেখেছি AC ব্যবহার করলে AC(Air conditioner) থেকে পানি বের হয়, এবং আমরা ওই পানিকে সাধারণত কোনো পানি রাখার প্লাষ্টিক এর মধ্যে জমা করে রাখি পরে ফেলে দিই অথবা পাইপ এর মাধ্যমে সরাসরি বাইরে ফোটা ফোটা করে পড়ে। ঘরের ভেতরের জ্বলীয়বাস্প থাকে যা আমরা বায়ুর আদ্রতা বলে থাকি। গরম কালে বাতাসের মধ্যে জলীয়বাষ্প এর পরিমাণ … Continue reading AC ব্যবহার করলে AC ভেতর থেকে পানি বের হয়। এই পানিটা আসে কোথা থেকে?