Android ফোন হারিয়ে গেছে? কিভাবে খুঁজে পাবেন?

যদি আপনার অ্যান্ড্রয়েড ফোন হারিয়ে যায় তাহলে পুলিশ স্টেশনে complaint করার আগে। এই পদ্ধতিটি চেষ্টা (Try) করতে পারেন।

বর্তমান দিনে স্মার্টফোনে অনেক ফিচার্স আছে। এর মধ্যে একটি হলো আপনার ফোনে যদি হারিয়ে যায় অথবা চুরি হয়ে যায় তাহলে ওই ফোনটি খুঁজে পেতে পারেন।

কি করবেন অ্যান্ড্রয়েড ফোন হারিয়ে অথবা চুরি হয়ে গেলে?

যদি আপনার অ্যান্ড্রয়েড ফোন হারিয়ে যায় তাহলে প্রথমে অন্য একটি অ্যান্ড্রয়েড ফোনে Google Find My Device অ্যাপটি ইনস্টল করতে হবে।

অথবা, মোবাইল, কম্পিউটার ও ল্যাপটপের ব্রাউজারে গিয়ে Android Device manager এ যেতে হবে।

এবং আপনার হারিয়ে যাওয়া মোবাইলে যেই Gmail Id ছিল ওই id ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।

যদি আপনার হারিয়ে যাওয়া ফোনটি অন থাকে এবং সেইসঙ্গে ইন্টারনেট অন থাকে, তাহলে আপনি ওই মোবাইলের সঠিক লোকেশন দেখতে পাবেন।

এছাড়াও আপনি রিংটোন বাজাতে পারবেন ওই হারিয়ে যাওয়া মোবাইলে ।

এছাড়াও আপনি চাইলে ওই মোবাইল কে lock করতে পারবেন।

এছাড়াও আপনি চাইলে ওই মোবাইলের মধ্যে কত ডেটা (Data) আছে । ওই সমস্ত ডেটা মুছে ফেলতে পারবেন।যার ফলে অন্য কেউ আপনার ডেটা দেখতে পারবে না।

শেয়ার করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *