Antivirus ছাড়া ল্যাপটপ চালালে কী হতে পারে?

উইন্ডোজ ১০ কিংবা এর নতুন ভার্শনে কোনোরকমের এন্টিভাইরাস এর প্রয়োজন নেই। আপনাকে শুধু সিস্টেম কে আপডেট করে রাখতে হয়ে।

অনেকসময় আমরা মাইক্রোসফট এর দেওয়া আপডেট কে আপডেট করিনা। এক্ষেত্রে আপনাকে সফটওয়্যার আপডেট করে নিতে হবে।

কিভাবে সফটওয়্যার আপডেট করবেন?

আপডেট করা খুবই সহজ। উইন্ডোজ এর বামদিকের নিচের কোণে যে সার্চ করার জায়গা (Type here to search) এখানে ক্লিক করুন। এবং সার্চ করুন windows update এবং enter বাটন টিপুন।

এখানে দেখতে পাবেন কি কি আপডেট বাকি আছে। যদি কোনো আপডেট বাকি থাকে তাহলে Update available দেখাবে।

এরপরে আপডেট করুন , আপডেট করার জন্য ডাউনলোড বাটন এ ক্লিক করুন।

মনে রাখবেন আপডেট করার জন্য ইন্টারনেট কানেকশন অবশই দরকার। ইন্টারনেটের পর্যাপ্ত ডেটা যেন থাকে।

এরপর ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে গেলে আপনাকে Restart করতে হতেও পারে।

রিস্টার্ট করলে। চালু হওয়ার সময় সফটওয়্যার আপডেট হবে।

আপডেট হওয়ার সময় কম্পিউটার যেন কোনো ভাবে বন্ধ হয়ে না যায়। যতক্ষণ না পর্যন্ত আপডেট কমপ্লিট হচ্ছে ১০০% আপডেট হয়ে গেলে কম্পিউটার অথবা ল্যাপটপ আপনাআপনি চালু হয়ে যাবে।

চালু হওয়ার পরে আপনি দেখতে পাবেন You’re up to date.


কিন্তু আপনি যদি উইন্ডোজ ৭, উইন্ডোজ ৮ এরমকম অপারেটিং সিস্টেম ব্যবহার করেন তাহলে আন্টি ভাইরাস রাখলেও রাখতে পারেন।

শেয়ার করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *