ATM কার্ড হলো, একটি আয়তক্ষেত্রকার পাতলা প্লাস্টিকের অথবা মেটালের টুকরো। ওই কার্ড ব্যাবহার করে ব্যাংকের অ্যাকাউন্টের টাকা এটিএম মেশিন থেকে তোলা সম্ভব।
বর্তমানে এটিএম কার্ড প্রায় নেই বলেই চলে। কারণ এটিএম কার্ড ব্যবহার করে শুধুমাত্র ওই ব্যাংকের এটিএম থেকে টাকা তোলা সম্ভব হয়। এটিএম কার্ড ব্যবহার করে কোনোরকমের অনলাইন লেনদেন করা সম্ভব হয়না অথবা পেমেন্ট করা সম্ভব হয়না কার্ড swipe এর মাধ্যমে।
যদিও বর্তমানে এটিএম কার্ড ব্যাঙ্ক দেয়না। এটিএম কার্ডের পরিবর্তে ডেবিট কার্ড দেওয়া হয়। ডেবিট কার্ড ব্যবহার করে ব্যাংকের অ্যাকাউন্টের রাখা টাকা যেকোনো অনলাইন পেমেন্ট করার জন্য অথবা যেকোনো ব্যাংকের এটিএম থেকে টাকা তোলা সম্ভব হয়।
যদিও সচরাচরভাবে, ডেবিট কার্ড কেও আমার ATM কার্ড বলেও থাকি।
এটিএম কার্ডের কাজ কি?
এটিএম কার্ডের কাজ হলো ব্যাংকের অ্যাকাউন্টে যে টাকা আছে ওই টাকা তোলার জন্য ব্যাংকে টাকা তোলার জন্য লম্বা লাইন দিতে হবে না।
এটিএম কার্ড ব্যবহার করে এটিএম মেশিন থেকে টাকা তোলা সম্ভব হয়।
ব্যাঙ্ক বন্ধ হয়ে যাওয়ার পরও এটিএম থেকে টাকা তোলা সম্ভব হয় এটিএম কার্ডের মাধ্যমে।