এটিএম কার্ড হলো, একটি আয়তক্ষেত্রাকার প্লাস্টিকের অথবা মেটাল এর টুকরো যা ব্যাবহার করে ব্যাংকের এটিএম মেশিন থেকে টাকা তোলা সম্ভব হয়। এই কার্ড ব্যাংকের ATM মেশিন ছাড়া অন্য কোনোভাবে ব্যাবহার করা যায়না। যেমন ওই কার্ড ব্যবহারকরে কোনরকমের অনলাইনে লেনদেন করা সম্ভব হয়না।
ডেবিট কার্ড: এটির মাধ্যমে যেকোন ব্যাংকের এটিএম মেশিন থেকে টাকা তোলা সম্ভব হয়। এছাড়াও অনলাইনে পেমেন্ট করতে ডেবিট কার্ড ব্যাবহার করতে পারেন।
ক্রেডিট কার্ড: ক্রেডিট কার্ড ব্যবহার করে যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা নাও থাকে তাহলেও টাকা তুলতে পারবেন অথবা কোনো জিনিস কেনার মাধ্যমে খরচ করতে পারবেন। এবং মাসের শেষে আপনার খরচ করা বিল আসবে । ওই বিল সাধারণত পরের মাসের ১৫ থেকে ২০ দিনের মধ্যে শোধ করতে হয়। নাহলে প্রচুর পরিমাণ সুদ এবং পেনাল্টি দিতে হতে পারে।
ক্রেডিট কার্ডে একটি নির্দিষ্ট পরিমাণ টাকার লিমিট করে দেওয়া হয়। অর্থাৎ আপনার ক্রেডিট কার্ডে যদি লিমিট ১ লাখ টাকা হয় তাহলে আপনি একমাসে ১ লাখ টাকার বেশি খরচ করতে পারবেন না।