ইনকামিং কল বন্ধ করার নিয়ম, কল যাবে কিন্তু আসবে না?

Call Barring কি_ ইনকামিং, আউটগোয়িং অথবা ইন্টারন্যাশনাল কল বন্ধ করবেন কিভাবে _

আমাদের ফোনের Call Setting এর মধ্যে Call Barring অপশনটি দেখতে পাই , এই কল বারিং অপশনটি খুবই গুরত্বপূর্ণ অপশন যার মাধ্যমে ইনকামিং , আউগোইং অথবা ইন্টারন্যাশনাল কল কে ব্লক করতে পারবেন।

কল বারিং এর সাহায্যে কি কি করতে পারবেন?

  • ইনকামিং (Incoming ) কল কে বন্ধ করতে পারবেন মোবাইল বন্ধ না করেও , সেইসঙ্গে সিমকার্ডের ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
  • আউটগোয়িং কল বন্ধ করতে পারবেন মোবাইল বন্ধ না করেই , মোবাইলের ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
  • ইন্টারন্যাশনাল আউটগোয়িং কল কে বন্ধ করতে পারবেন।

ইনকামিং বন্ধ করে মোবাইল ডেটা ব্যবহার করবেন কিভাবে ?

অনেক সময় আমরা মোবাইলে শুধুমাত্র ইন্টারনেট ব্যবহার করার জন্য ব্যবহার করতে চাই , কিংবা অনেকেই অনলাইনে গেম খেলার সময় কোনো কল এলে game খেলতে সমস্যা দেখা দিয়ে থাকে। তাই আমাদের দরকার হয়ে যায় শুধুমাত্র মোবাইলের ইন্টারনেট ব্যবহার করার।

তাই call barring অপশনটি ব্যবহার করতে পারেন , এই অপশনটির মাধ্যমে ইন্টারনেটের সাহায্যে গেম খেললে কোনোরকমের ফোন আসবে না , অথবা কোনো গুরুত্বপূর্ণ কাজ করার সময় যাতে কোনো কল না আসে এই ক্ষেত্রেও কল barring অপশনটি ব্যবহার করে ইনকামিং কল কে বন্ধ করতে পারেন।

incoming call বন্ধ করে রাখলে শুধুমাত্র আপনার ফোন কোনো কল আসবে না কিন্তু আপনি চাইলে কাউকে ফোন করতে পারবেন।

স্টেপ ১

  1. মোবাইলের settings এ যান।
  2. Call settings এর ভেতরে যান।
  3. Call barring অপশনটি খুঁজুন।

মোবাইলের settings এ গিয়ে search bar দেখতে পাবেন ওইখানে “Call Barring” লিখে সার্চ করুন। পেয়ে যাবেন। নিচে ছবি দেওয়া হলো দেখে নিন।

কল বাররিং

স্টেপ ২

All incoming calls অথবা incoming calls while roaming এই দুটি অপশনের মধ্যে যেকোনো একটি ON করতে পারেন। password দিয়ে OK করলে ON হয়ে যাবে। এরপর আপনার ফোন কল আসতে পারবে না।

Note: all incoming calls অপশনটি On করলে আপনার নম্বরে কোনো ফোন আসবে না।  আর incoming calls while roaming এই অপশনে ক্লিক করলে আপনি যখন রোমিং এ থাকবেন তখন কোনো কল আসবে না আপনার ফোনে।
Note: পাসওয়ার্ড হিসেবে 1234 লিখে দেখতে পারেন। যদি 1234 দিলে যদি না হয় তাহলে "call barring password in Samsung S10" লিখে গুগলে search করতে পারেন। এখানে Samsung s 10 মোবাইল ডিভাইসটি উদাহরণ হিসেবে লেখা হলো। আপনাকে আপনার ফোনের মডেলটি লিখে সার্চ করতে হবে। google এ পাসওয়ার্ড পেয়ে যাবেন।
ইনকামিং কল বন্ধ করা

যতক্ষণ না এই অপশনটি বন্ধ করছেন ততক্ষন আপনার ফোনে call আসবে না। তাই সময়মতো বন্ধ করতে ভুলবেন না। বন্ধ করতে গেলে একইভাবে call barring অপশনে যেতে হবে >এবং অপশনটি বন্ধ করতে হবে।

কিভাবে আউটগোয়িং কল বন্ধ করবেন ?

কখনো কখনো আমরা ফোনটি অন্য কাউকে দিয়ে থাকি অথবা কোনো কারণে ওই ফোনটি দিয়ে যাতে কেউ কল করতে না পারে এর জন্য আউটগোয়িং(Outgoing) কল বন্ধ করার প্রয়োজন হয়ে থাকে।

Call Barring অপশনের মাধ্যমে শুধুমাত্র আউটগোয়িং কল বন্ধ করতে পারবেন , অন্যান্য কাজ যেমন ফোন আসা ও ইন্টারনেট ব্যাবহার করতে পারবেন শুধুমাত্র কল করতে পারবেন না।

স্টেপ ১

এই outgoing call কে বন্ধ করার জন্য, call barring settings এ যেতে হবে।

স্টেপ ২

এরপর All outgoing calls এই অপশনটি ON করতে হবে। On করতে গেলে পাসওয়ার্ড লাগবে। ৪ টি সংখ্যার password দিয়ে ok করলেই ON হয়ে যাবে।

আউটগোয়িং কল বন্ধ করা

অপশনটি ON করার পর আপনার ফোন থেকে কল করা যাবে না , যখনি Number Dial করতে যাবেন , call যাবে না কেটে যাবে।

পুনরায় অপশনটি বন্ধ করলে তবেই কল করতে পারবেন। বন্ধ করার জন্য call barring অপশনে গিয়ে All outgoing calls অপশনটি বন্ধ করতে হবে। বন্ধ করার সময়ও password এর প্রয়োজন হবে।

কিভাবে ইন্টারন্যাশনাল আউটগোয়িং কল বন্ধ করবেন?

ইন্টারন্যাশনাল কলের চার্জ (Charge) অনেক বেশি সাধারন কল করার তুলনায়। তাই আমাদের অনেকেরই প্রয়োজন ইন্টারন্যাশনাল call যাতে আপনার ফোন থেকে কেউই করতে না পারে।

তাই, আপনি চাইলে ইন্টারন্যাশনাল নাম্বারের আউটগোয়িং কল কে বন্ধ করতে পারেন , অর্থাৎ আপনার ফোনে ইন্টারন্যাশনাল নাম্বার Dial করে কল করলে ফোনটি লাগবে না।

ইন্টারন্যাশনাল call কে বন্ধ করার জন্য যা করতে হবে তা হলো :-

স্টেপ ১

প্রথমে call barring অপশনে ক্লিক করুন।

স্টেপ ২

International outgoing calls অথবা international outgoing call except to Home PLMN এই দুটি অপশনের মধ্যে যেকোনো একটি কে ON করতে পারেন।

ইন্টারন্যাশনাল কল বন্ধ করা

কিছু প্রশ্ন ও উত্তর

সহজ অর্থে call barring এর মানে কি ?

কল ব্যারিং এর মানে হলো , আপনার ফোনে call আসা অথবা কল যাওয়া অথবা ইন্টারন্যাশনাল নম্বরে কল করা যাবেনা। এইগুলি করতে পারেন। ফোনে চালু রেখেও যেকোনো কলিং পরিষেবা কে বন্ধ করে রাখতে পারবেন , এই জন্যই কল ব্যারিং অপশনটির প্রয়োজন হয়।

কল ব্যারিং এর সময় কি পাসওয়ার্ড লাগবে ?

কল ব্যারিং অপশনটির মধ্যে কোনো পরিষেবা চালু করতে গেলে পাসওয়ার্ড লাগে , ওই পাসওয়ার্ড টি হলো সিমকার্ড কোম্পানির পাসওয়ার্ড নয় , তাই সিমকার্ডের কোম্পানিকে ফোন করে জিগ্যেস করলে পাসওয়ার্ড জানতে পারবেন না।
ওই পাসওয়ার্ডটি হলো আপনার ফোনের কল ব্যারিং পাসওয়ার্ড যা মোবাইলের কোম্পানি সেট করে রাখে। সাধারণত Default পাসওয়ার্ড হিসেবে 1234 সেট করা থাকে।
যদিও বিভিন্ন কোম্পানির ফোনের আলাদা আলাদা পাসওয়ার্ড set করা থাকতে পারে।
যদি 1234 এই পাসওয়ার্ড সঠিক না হয় তাহলে গুগল সার্চ করতে পারেন ওই মোবাইলের call barring পাসওয়ার্ড টি কি।

কিভাবে কল ব্যারিং বন্ধ করবো ?

কল ব্যারিং বন্ধ করার জন্য call barring settings এ যেতে হবে। এরপর অনেক অপশন দেখতে পাবেন যেমন outgoing call বন্ধ করার , incoming call বন্ধ করার অথবা international call বন্ধ করার জন্য। এছাড়াও আরো অনেক ধরণের call ব্লক করার অপশন থাকে।
ওই অপশনের মধ্যে যেটি চালু আছে দেখতে পাবেন এবং বন্ধ করতে পারবেন।

গেম খেলার সময় ফোন আসছে কি করবেন ?

গেম খেলার সময় ফোন এলে আপনার গেমটি খেলতে সমস্যা হতে পারে , তাই ওই সময় ইনকামিং কল কে বন্ধ করে রাখতে পারেন , যার ফলে মোবাইলের ইন্টারনেট ব্যবহার করে গেম খেলতে পারবেন কিন্তু কোনো ফোন আসবে না।
ইনকামিং কল বন্ধ করার জন্য call barring setting এ গিয়ে ইনকামিং কল barring করতে পারেন যার ফলে কোনো ফোন আসবে না। ভালোভাবে জানতে এই পোস্টটিকে সম্পূর্ণভাবে পড়ুন।

শুধু মোবাইলের ডেটা ব্যবহার করবো ?

শুধু মোবাইলের ডেটা ব্যবহার করতে চাইলে , আপনাকে incoming call কে বন্ধ করতে হবে। বিশদে জানতে এই পোস্টটি পড়ুন।
শেয়ার করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *