CPA মার্কেটিং কি?, ইনকাম,সিপিএ ও অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের পার্থক্য

CPA মার্কেটিং কি

আপনি যদি ডিজিটাল মার্কেটিং এর কাজ করেন এবং আপনার কোনো ওয়েবসাইট আছে তাহলে CPA marketing সমন্ধে আপনার জানা উচিত। কারণ বর্তমানে সিপিএ মার্কেটিং এর মাধ্যমে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায়। এবং আপনি যদি CPA মার্কেটিং সমন্ধে সঠিক ভাবে জানেন তাহলে সহজেই অনেক ইনকাম করা যায়। এর জন্য এই আর্টিকেল এ আপনি জানতে পারবেন CPA মার্কেটিং সমন্ধে সমস্তকিছু, যা আপনাকে একজন সফল সিপিএ মার্কেটার হিসেবে গড়ে তুলবে।

CPA Marketing কি?

CPA marketing এর পুরো নাম হলো Cost per action marketing, অর্থাৎ এটি একধরণের affiliate marketing এর মতো, এখানে আপনি কমিশন তখনই পাবেন যখন আপনার লিংকের মাধ্যমে কোনো ভিসিটর কোনো নির্দিষ্ঠ কাজ টি করে থাকেন।

সহজ ভাবে বলতে গেলে, যদি আপনি আপনার ওয়েবসাইটে, অথবা ইমেইল করেন কোনো লিংক শেয়ার করেন এবং ইউসার ওই লিংক টি ব্যবহার করে কোনো কাজ করে থাকে তখন আপনি কমিশন পাবেন।

কোনো কাজ যেমন, আপনার লিংক থেকে গিয়ে কোনো কোম্পানি এর মার্কেটিং ভিডিও দেখা অথবা ইমেইল সাবমিট করা, সাইনআপ করা ইত্যাদি হতে পারে।

উদাহরণ হিসেবে কোনো কোম্পানি অনলাইনে কোনো বিসনেস করছে, এর জন্য কাস্টমার দরকার, তাই কোম্পানি চাইলে CPA মার্কেটিং এর জন্য অফার করতে পারে যে ওই কোম্পানি এর ওয়েবসাইটে যদি কোনো ভিসিটর আপনার লিংক থেকে গিয়ে signup করে, অথবা কোনো ভিডিও সম্পূর্ণ দেখে তাহলে অথবা কোনো ইমেইল সাবমিট করে, তাহলে আপনি কমিশন পাবেন।

কোম্পানি যেমন বলবে সেই অনুযায়ী টাকা পাবেন , যদি কোম্পানি signup করার জন্য বলে থাকে তাহলে কোনো নতুন ভিসিটর signup করলেই আপনি কমিশন পাবেন, যদি কোম্পানি বলে থাকে শুধু ইমেইল সাবমিট এর জন্য টাকা দেবে তাহলে কোম্পানি ইমেইল সাবমিশন এর জন্য কোনো জাভা স্ক্রিপ্ট দিতে পারে যা আপনার ওয়েবসাইট এর মধ্যে লাগিয়ে রাখতে পারেন অথবা কোম্পানি এর ওয়েবসাইট গিয়ে ইমেইল সাবমিট করার ফর্ম থাকতে পারে।

সিপিএ মার্কেটিংয়ের সুবিধা

কোম্পানি এর সুবিধা হলো কোম্পানির প্রয়োজন হিসেবে কাস্টমার পেয়ে যায় অথবা কোম্পানি এর যা উদেশ্য তা পূরণ হয়।

এবং যারা সিপিএ মার্কেটার ওনাদের জন্য এটি ইনকাম এর আর একটি রাস্তা, ওই মার্কেটিং এর মাধ্যমে সহজেই ইনকাম করা যায়।

যেহেতু কোনো ফিজিক্যাল জিনিসপত্র বিক্রি করতে হচ্ছে না তাই সহজেই ভিসিটর রা ইমেইল সাবমিট করে ফেলে , সেই সংগে signup সহজেই করে ফেলে, এর ফলে সহজেই ইনকাম করা যায়।

সহজেই কখনো ভিডিও দেখা , ইমেইল সাবমিট করেই ফেলে তাই সিপিএ মার্কেটিং এর মাধ্যমে ইনকাম করা কিছুটা সহজ যদি আপনি সঠিকভাবে ওয়েবসাইট বানিয়ে ইউসার কে কনভেন্স করতে পারেন।

CPA Marketing কিভাবে করবেন?

বিভিন্ন ওয়েবসাইট আছে যেখানে বিভিন্ন কম্পানিয়ের CPA অফার দেখতে পাওয়া যায়। ওই website গুলিকে বলা হয় CPA নেটওয়ার্ক।

CPA নেটওয়ার্ক website এর মধ্যে অনেক কোম্পানি এর অফার দেখতে পাওয়া যায়।

ওই অফারগুলির মধ্যে যে অফারটি আপনার পছন্দ হবে , কিংবা আপনার ওয়েবসাইটের যে ক্যাটাগরি। ওই ক্যাটাগরি এর যদি কোনো CPA অফার দেখতে পাওয়া যায় তাহলে ওটি তুলনামূকভাবে ভালো।

কারণ একই ক্যাটাগরি এর website এ কনভার্সন বেশি হওয়ার সুযোগ থাকে।

CPA marketing এর জন্য ,10টি CPA নেটওয়ার্ক ওয়েবসাইটের নাম নিচে দেওয়া হলো, ওই website এ গিয়ে রেজিস্টার করে কোনো অফার কে প্রমোট করতে পারবেন।

  1. Max Bounty
  2. Clickbooth
  3. Crak Revenue
  4. Click Dealer
  5. CPA Lead
  6. Admitad
  7. CPAMatica
  8. Toro Advertising
  9. AdWork Media
  10. Advendor

এই ওয়েবসাইটে গিয়ে রেজিস্টার করে বিভিন্ন অফার দেখতে পাবেন।

ওই অফার গুলি কে প্রমোট করতে পারবেন, প্রমোট করার জন্য website , সোসিয়াল মিডিয়া, ইমেইল এর মাধ্যমে অফার প্রমোট করতে পারবেন।

(প্রমোট করার জন্য সোশাল মিডিয়া ব্যাবহার সব কোম্পানি অনুমতি দেয় না , তাই সোশাল মিডিয়া তে প্রমোট করলে কোনো website এর ল্যান্ডিং পেজ বানাতে পারেন। এবং ল্যান্ডিং পেজে প্রমোট করতে পারেন এবং সোশাল মিডিয়া তে ওই ল্যান্ডিং পেজের লিংক শেয়ার করতে পারেন।)

CPA মার্কেটিং কিভাবে শিখবেন?

সিপিএ মার্কেটিং করার আগে শিখে নিতে পারেন ভালোভাবে। তাহলে সঠিকভাবে CPA মার্কেটিং করতে পারলে সহজেই ইনকাম করা সম্ভব।

ইউটিউব ভিডিও দেখে কিংবা অনলাইনে কোর্স করতে পারেন।

udemy থেকে অনলাইনে CPA মার্কেটিং এর কোর্স শিখতে পারেন খুবই কম খরচে। নিচে udemy থেকে CPA কোর্স টি শেয়ার করলাম, ওটিও কিনতে পারেন।

এছাড়া সিপিএ মার্কেটিং শেখার একটু বই শেয়ার করলাম আমাজন থেকে কিনতে পারেন

CPA marketing এর কিছু টিপস্

CPA মার্কেটিং করতে গেলে একটি website থাকলে খুবই ভালো। আপনার ওয়েবসাইটে যদি ট্রাফিক আসে এবং ওই ট্রাফিক টি যদি কোনো নির্দিষ্ট ক্যাটাগরি এর।

উদাহরণ হিসেবে ধরুন আপনার একটি ওয়েবসাইট আছে যা share market সমধে লেখা তাহলে ওই website এ share market এ যারা ইনভেস্ট করেন ওইরকম ভিজিটর এই ভিজিট করবে।

ওই website এ যদি কোনো ট্রেডিং করার জন্য কোনো কোম্পানি এর website এ সাইনআপ করার জন্য লিংক দেন।

তাহলে share market এর ইউজার রা সম্ভবত ওটাতে ক্লিক করে সাইনআপ করতেও পারে। তাই niche অনুযায়ী অফার প্রমোট করলে সহজেই সাফল্য পাওয়া যায়।

চেষ্টা করুন, সহজ কোনো অফার প্রমোট করতে। যেমন ইমেইল সাবমিট করা, কোনো ভিডিও দেখা, অথবা সাইনআপ করা। এগুলি করতে টাকা লাগে না তাই সহজেই যে কেউই করে ফেলে, এবং কমিশন পেয়ে যাবেন।

শুধু লিংক দেওয়া ঠিক নয় এতে ইউজার বুঝতে পারবে না যে এই লিঙ্ক টা কিসের জন্য তাই লিংক দেওয়ার আগে কোনো কিছু লিখে দিতে হবে যে ওই লিংক টি কিসের জন্য।

সেই সঙ্গে website এ একটি ল্যান্ডিং পেজ বানানো উচিত। ওই পেজ ওই লিঙ্কের বিয়সবস্তু সম্পর্কে বোঝাতে হবে। এবং সব শেষে লিংক টি দিতে হবে। যার ফলে সহজেই ভিজিটর বুঝতে পারবে লিংক টি তে ক্লিক করলে কি হবে।

এবং ভিজিটর এর ওই লিংক টা কাজের মনে হয় তাহলে ক্লিক করবে। এবং কোম্পানি এর website এ গিয়ে যা নির্দেশ দেওয়া আছে ওটি করবেন।

এছাড়া আপনি ওই ল্যান্ডিং পেজটি সোশাল মিডিয়া তে ( যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারে, ইত্যাদিতে) শেয়ার করতে পারেন।

এছাড়া ফেইসবুকে টাকা দিয়ে ads চালাতে পারেন , নাহলে গুগল ads এ ads চালাতে পারেন ওই ল্যান্ডিং পেজ টির। এছাড়াও ইনস্টাগ্রাম আরো অনেক সোশাল মিডিয়া তে ads চালাতে পারেন । এতে যখনই কোনো ভিজিটর ওই ল্যান্ডিং পেজ এ পৌঁছবে , যদি পছন্দ হয় ক্লিক করবে। এতে কোম্পানি ও বুঝতে পারবে না আপনি যে ভিজিটর নিয়ে এসেছেন ওটি কথা থেকে কারণ কোম্পানি দেখতে পাবে আপনার website এর ল্যান্ডিং পেজ থেকে ভিজিটর টি ওই কোম্পানি এর website এ গিয়েছিল।

CPA মার্কেটিং ও অ্যাফিলিয়েট মার্কেটিং এর মধ্যে পার্থক্য কি?

অ্যাফিলিয়েট মার্কেটিং এ আপনাকে কোনো প্রোডাক্ট অথবা সার্ভিস আপনার লিংক থেকে বিক্রি করলে, আপনি ওই প্রোডাক্টস অথবা সার্ভিস বিক্রির কিছু শতাংশ টাকা আপনি পাবেন।

কিন্তুু CPA মার্কেটিং এ কোম্পানি একটি নির্দিষ্ট কোনো কাজ দেয়। ওই কাজটি যদি ভিজিটর করে ফেলে তাহলে আপনি নির্দিষ্ট পরিমাণ টাকা পাবেন। ( নির্দিষ্ট কোনো কাজ অর্থাৎ কোনো মার্কেটিং এর ভিডিও দেখা, সাইনআপ করা, ইমেইল submit করা ইত্যাদি ইত্যাদি হতে পারে।

CPA মার্কেটিং এ কত টাকা ইনকাম করা সম্ভব?

ইনকাম করার কোনো সীমা নেই। তাই যেমন ভিজিটর কে কনভার্ট করবেন সেরকম ইনকাম হবে।

অ্যাডসেন্স, affiliate, CPA কোনটি ভালো?

CPA মার্কেটিং করা লাভজনক। সঠিক ভাবে করতে পারলে সহজেই অনেক ইনকাম করা যায়। যা অ্যাডসেন্স ও Affiliate marketing এর তুলনায় বেশি ইনকাম করা যেতে পারে।

অ্যাডসেন্স এর থেকে ইনকাম করার জন্য প্রচুর পরিমাণ ট্রাফিক দরকার হয়। তাহলেই বেশি ইনকাম হবে।

Affiliate marketing এর মাধ্যমে ইনকাম করতে গেলে প্রোডাক্ট টি বিক্রি করতে হবে।

কিন্তু CPA মার্কেটিং এ খুব সহজেই কনভার্ট করা যায়। দেখা গেছে যারা ভালো ভাবে CPA মার্কেটিং এর দ্বারা ইনকাম করতে পারছেন ওনারা affiliate মার্কেটিং এর থেকে CPA করতে পছন্দ করে।

শেয়ার করুন

1 thought on “CPA মার্কেটিং কি?, ইনকাম,সিপিএ ও অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের পার্থক্য”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *