EFF এর পরের সংখ্যাটি হলো, F00
কিভাবে, হিসেব করা হয়েছে?
ধরুন 2 এর পরের সংখ্যাটি কত হবে? এটি হিসেবে করার জন্য আমরা 2 এর সঙ্গে 1 যোগ করলে পরের সংখ্যাটি 3 পাই। এবং 3 এর পরের সংখ্যাটি জানার জন্য 3+1=4 পাই। একইভাবে, 5 এর পরবর্তী সংখ্যাটি হলো 5+1 অর্থাৎ 6
এভাবেই হিসেব করা হয়েছে EFF এর। EFF এর পরবর্তী সংখ্যা পাওয়ার জন্য EFF এর সঙ্গে 1 যোগ করতে হবে। তাহলেই EFF এর পরবর্তী সংখ্যা পাওয়া যাবে।
EFF হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে ব্যাবহার করা সংখ্যা।
হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 এবং A থেকে F পর্যন্ত মোট 16 টি সংখ্যা এবং বর্ণমালা ব্যবহার করা হয়।
হেক্সাডেসিমেল সংখ্যাগুলি হলো, 0,1,2,3,4,5,6,7,8,9,A,B,C,D,E,F অর্থাৎ মোট 16 টি সংখ্যা ও বর্ণমালা মিলিয়ে।
এবার, EFF এর সঙ্গে 1 যোগ করার পদ্ধতি হলো:

- এখানে EFF এর সঙ্গে 1 যোগ করলে F যেহেতু শেষ হেক্সাডেসিমেল সংখ্যা।
- তাই F সঙ্গে 1 যোগ করলে 0 বসবে এবং হাতে থাকবে 1 ।
- এরপরের F এর সঙ্গে ওই হাতে থাকা 1 যুক্ত করলে F এর পরের সংখ্যা হিসাবে 0 বসবেএবং হাতে 1 থাকবে।
- এরপরের E এর সঙ্গে হাতে থাকা 1 যোগ করলে, E এর পরের হেক্সাডেসিমেল সংখ্যাটি F বসানো হয়েছে।
- এভাবেই EFF এর সঙ্গে 1 যোগ করলে F00 হয়। অথবা অন্যভাবে বলতে পারেন , EFF এর পরের সংখ্যাটি হলো F00.