Ezoic কি?
Ezoic হল একটি ক্যালিফোর্নিয়া-ভিত্তিক প্রযুক্তি কোম্পানি এবং Google পাবলিশিং পার্টনার যেটি ওয়েবসাইট মালিকদের কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ওয়েবসাইটে বিজ্ঞাপন কে সঠিকভাবে বসিয়ে বেশি পরিমাণ আয় করার চেষ্টা করে ।
Ezoic এর AI বুদ্ধিমত্তার সাথে ওয়েবসাইট এর গতি বাড়াতে, SEO, মোবাইল ওয়েব এবং আরও অনেক কিছু করতে সাহায্য করে।
এছাড়াও Ezoic এডসেন্স এবং অন্যান্য বিজ্ঞাপন নেটওয়ার্ক এর সঙ্গে তুলনা করে দামী বিজ্ঞাপন আপনার ওয়েবসাইটে লাগাতে সাহায্য করে। যার ফলে আরো বেশি আয় করার সম্ভাবনা থাকে।
Ezoic এ ব্যাংক একাউন্ট যুক্ত করবেন কিভাবে?
Ezoic থেকে টাকা আপনার একাউন্ট এ নেওয়ার জন্য ডানদিকের ওপরের কোণের দিকে প্রোফাইল আইকন এর ওপরে ক্লিক করুন। (নিচে ছবি দেওয়া হলো )
এরপরে Payments and Charges অপশনে ক্লিক এবং payment settings অপশনে ক্লিক করুন।
এরপরে নিচের দিকে স্ক্রল করুন এবং FORM OF PAYMENT অপসন টি দেখতে পাবেন :
আপনার ব্যাঙ্ক একাউন্ট এ টাকা নেওয়ার জন্য
- paypal
- bank transfer or prepaid card via payoneer
- check (এটা শুধুমাত্র USA এবং canada এর জন্য)
- bank transfer with wise.
ওপরের এই অপশনগুলির মধ্যে থেকে আমি bank transfer or prepaid card via payoneer অপসন টিকে বেছে নেবো।
এরপরে Go TO Payoneer অপশনে ক্লিক করতে হবে ।
যদি আপনি অতিরিক্ত 25 ডলার পেতে চান তাহলে প্রথমে আমার refferal লিংক ব্যবহার করে payoneer এর একাউন্ট বানিয়ে ফেলুন ।
refferal লিংক এ ক্লিক করে একাউন্ট বানান প্রথমে তাহলে 25 ডলার পেয়ে যাবেন তারপরে ezoic এ এসে Go To Payoneer অপশনে ক্লিক করে সাইন ইন করুন ।
সাইন ইন করার সঙ্গে সঙ্গে আপনার একাউন্ট ezoic এর সঙ্গে যুক্ত হয়ে যাবে , এবং ezoic এর মধ্যে যখনই 20 ডলার হয়ে যাবে এবং মাসের 27 তারিখের মধ্যে আপনার payoneer অককউন্টের মধ্যে পেয়ে যাবেন এবং payoneer একাউন্ট থেকে আপনার ব্যাংক একাউন্ট যুক্ত করে আপনার ব্যাংক একাউন্টএ টাকা নিতে পারবেন ।
যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট করবেন আমি অতি দ্রুত আপনাকে সাহায্য করবো।