হেক্সাডেসিমেলে f এর পরের সংখ্যাটি হলো, 10.
কিভাবে F এর পরবর্তী সংখ্যাটি হিসেব করা হলো?
হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে 16 টি সংখ্যা আছে যা হলো,
- 0
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- A
- B
- C
- D
- E
- F
অর্থাৎ, 0 থেকে 9 পর্যন্ত ১০ টি সংখ্যা এবং A থেকে F পর্যন্ত ৬ টি ইংরেজি বর্ণমালা মিলিয়ে মোট ১৬ টি।
আরো জানুন: সংখ্যা পদ্ধতি কি?
অর্থাৎ, F হলো শেষ হেক্সাডেসিমেল সংখ্যা। তাই F এর পরের সংখ্যাটি পেতে গেলে F এর সঙ্গে 1 যোগ করতে হবে। তাহলেই F এর পরবর্তী সংখ্যাটি পাবো।
F এর সঙ্গে 1 যেভাবে যোগ করা হবে তা হলো

- এখানে F এর সঙ্গে 1 যোগ করলে F যেহেতু শেষ হেক্সাডেসিমেল সংখ্যা তাই F এর পরের সংখ্যা হিসেবে 0 বসানো হবে এবং হাতে থাকবে 1 ,
- কিন্তু যেহেতু F এর পরে অন্য কোনো সংখ্যা নেই তাই হাতে থাকা 1 কে বসিয়ে দিলে 10 হবে। হিসাবে ধরা হয়।
- তাই F এর পরের সংখ্যাটি হলো 10.
আমরা যেভাবে যোগ করে থাকি একই পদ্ধতিতে এই যোগটি করা হয়েছে।