GM এর পূর্ণরূপ কি? – GM কি?

সাধারনত সকালবেলা আমরা চ্যাটিং এ GM অর্থাৎ Good Morning (গুড মর্নিং) কে সংক্ষেপে বলে থাকি । এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে GM এর আলাদা আলাদা পূর্ণরূপ হয়ে থাকে যা হলো :

Good Morningগুড মর্নিংসুপ্রভাত
General Managerজেনারেল ম্যানেজারমহাব্যবস্থাপক
Grandmotherগ্র্যান্ড মাদারমা এর মা
Grand Masterগ্র্যান্ড মাস্টারখেলার লেভেল
General Meetingsজেনারেল মীটিংসসাধারণ সভা

এছাড়াও আরও অনেক পূর্ণরূপ আছে, কিন্তু সাধারনত আমাদের জীবনে সবথেকে বেশি ব্যবহার করি সেগুলি লেখা হলো ।

চ্যাটিং এ GM মানে কি?

সাধারনত চ্যাটিং এর সময়ে যে GM ব্যবহার করি , তা Good Morning (গুড মর্নিং) হয়ে থাকে যার অর্থ হল সুপ্রভাত ।

যদিও আলাদা ক্ষেত্রে আলাদা পূর্ণরূপ হতেও পারে । কিন্তু বেশিরভাগ এরকমই হয়ে থাকে ।

কোম্পানীতে GM মানে কি?

কোম্পানীতে GM অর্থাৎ General Manager (জেনারেল ম্যানেজার) কে বোঝায় ।
শেয়ার করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *