সাধারনত সকালবেলা আমরা চ্যাটিং এ GM অর্থাৎ Good Morning (গুড মর্নিং) কে সংক্ষেপে বলে থাকি । এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে GM এর আলাদা আলাদা পূর্ণরূপ হয়ে থাকে যা হলো :
Good Morning | গুড মর্নিং | সুপ্রভাত |
General Manager | জেনারেল ম্যানেজার | মহাব্যবস্থাপক |
Grandmother | গ্র্যান্ড মাদার | মা এর মা |
Grand Master | গ্র্যান্ড মাস্টার | খেলার লেভেল |
General Meetings | জেনারেল মীটিংস | সাধারণ সভা |
এছাড়াও আরও অনেক পূর্ণরূপ আছে, কিন্তু সাধারনত আমাদের জীবনে সবথেকে বেশি ব্যবহার করি সেগুলি লেখা হলো ।
Contents
show
চ্যাটিং এ GM মানে কি?
সাধারনত চ্যাটিং এর সময়ে যে GM ব্যবহার করি , তা Good Morning (গুড মর্নিং) হয়ে থাকে যার অর্থ হল সুপ্রভাত ।
যদিও আলাদা ক্ষেত্রে আলাদা পূর্ণরূপ হতেও পারে । কিন্তু বেশিরভাগ এরকমই হয়ে থাকে ।
কোম্পানীতে GM মানে কি?
কোম্পানীতে GM অর্থাৎ General Manager (জেনারেল ম্যানেজার) কে বোঝায় ।