গুগল ম্যাপ (Google Map) এর সাহায্যে আমরা যেকোনো জায়গার সম্বন্ধে জ্ঞান পেতে পারি এছাড়াও বর্তমানে আমরা কোথায় আছি ওই জায়গার লোকেশন গুগল ম্যাপের দ্বারা জানতে পারি।
এবং আমরা বর্তমানে যে জায়গায় দাঁড়িয়ে আছি ওই জায়গা থেকে অন্য কোন জায়গার লোকেশন গুগোল ম্যাপে লিখে দিলে গুগল ম্যাপ আমাদেরকে ওই জায়গাতে যাওয়ার জন্য রাস্তা দেখাতে সাহায্য করে।
ছোট বলে আমরা মানচিত্র অর্থাৎ ম্যাপ সম্বন্ধে জেনেছি এবং ওই মানচিত্র ছিল সম্পূর্ণ স্থির কিন্তু গুগল ম্যাপ ব্যবহার করে আপনার বর্তমান লোকেশন কে দেখতে পাবেন এবং কোন জায়গায় যাওয়ার জন্য রাস্তা পেয়ে যাবেন এবং ওই রাস্তার অনুযায়ী গিয়ে ঐ লোকেশানে পৌঁছতে পারবেন।
গুগল ম্যাপ থেকে কিভাবে নিজে কোন লোকেশনে আছেন টা জানবেন কিভাবে?
অ্যান্ড্রয়েড মোবাইল ব্যাবহার করলে আপনার মোবাইলে Maps নামের একটি অ্যাপ আছে ওই অ্যাপটিকে খুলুন ।


এরপর চিহ্নতে ক্লিক করলে ম্যাপের মধ্যে দেখতে পাবেন
আপনি কোথায় দাঁড়িয়ে আছেন।
এবং আপনি যদি ওই জায়গায় থেকে দূরে যান তাহলে নীল রঙের point () টিও আপনার সঙ্গে সঙ্গে ম্যাপের জায়গা পরিবর্তন করবে।
এভাবেই আপনি গুগল ম্যাপের সাহায্যে বুঝতে পারবেন কোথায় আছেন আপনি।
গুগল ম্যাপ ব্যবহার করে লোকেশন বের করবো কিভাবে?

দেখবেন আপনি রাস্তা পেয়ে যাবেন , এবং গাড়িতে , হেটে অথবা ট্রেন বাসে করে যেতে কত সময় লাগতে পারে এটিও দেখতে পাবেন।


এরপর Preview অপশনটিতে ক্লিক করার পর আপনি ওই রাস্তা ধরে গেলে গুগল ম্যাপের পয়েন্টার আপনার চলার সংঙ্গে সঙ্গে ম্যাপের রাস্তা ধরে এগিয়ে যাবে। যার ফলে আপনি সহজেই বুঝতে পারবেন আপনি ওই রাস্তা দিয়ে যাচ্ছেন কিনা।
এছাড়াও গুগল ম্যাপ থেকে ভয়েস এবং টেক্সট এর দ্বারা আপনার চলার পথে সাহায্য করবে আপনি সঠিক রাস্তায় যাতে যেতে পারেন। এবং সহজে যাতে গন্তব্যস্থলে পৌঁছতে পারেন।