HTML কি? ব্যবহার, কিভাবে কাজ করে?

এইচটিএমএল (HTML) এর পুরো নাম হল হাইপারটেক্সট মার্কআপ ল্যাংগুয়েজ (hypertext markup language)।

HTML হলো একটি স্ট্যান্ডার্ড মার্কআপ ল্যাংগুয়েজ, এটি ওয়েব ব্রাউজারে ডকুমেন্টে এর ডিজাইনকে দেখানোর জন্য ব্যাবহার করা হয়।

HTML কি?

এইচটিএমএল হল একটি মার্কআপ ল্যাংগুয়েজ যা ওয়েব ব্রাউজার ডকুমেন্টের দেখানোর জন্য ব্যবহার করা হয়।

অর্থাৎ, আপনি ওয়েব ব্রাউজারে যা কিছু ডিজাইন দেখতে পান ওই ডিজাইন বানানোর জন্য প্রধান ল্যাঙ্গুয়েজ হিসেবে HTML ব্যাবহার করা হয়।

ওই ডিজাইন কে HTML ভাষায় লেখা হয় এবং ওই HTML ভাষায় লেখা কোডকে পড়ে কম্পিউটারের ওয়েব ব্রাউজার বিভিন্ন আকারে ওয়েব পেজ কে দেখায়।

HTML কিভাবে কাজ করে?

এইচটিএমএল একটি মার্কআপ ল্যাংগুয়েজ এই ল্যাঙ্গুয়েজ কম্পিউটারের ওয়েব ব্রাউজার পড়তে এবং বুঝতে পারে সাধারণ মানুষ এই ভাষা বুঝতে সক্ষম নয়।

কম্পিউটারের ওয়েব ব্রাউজার কে নির্দেশ দেয়ার জন্য এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়।

সমস্ত ওয়েবসাইট বানানোর জন্য এইচটিএমএল ভাষায় প্রয়োজন হয় অর্থাৎ এইচটিএমএল ভাষাতে ওয়েবসাইট গুলি লেখা হয়ে থাকে।

এরপর যখনই আমরা ওই ওয়েবসাইটটি ভিজিট করতে যাই তখন ইন্টারনেটের মধ্যে থাকা ওই এইচটিএমএল ল্যাঙ্গুয়েজে লেখা কোডগুলি আমাদের কম্পিউটার অথবা মোবাইলের ওয়েব ব্রাউজার ডাউনলোড হয়ে যায় এবং ওই এইচটিএমএল ভাষায় লেখা কোডগুলি কম্পিউটার অথবা মোবাইলে ওয়েব ব্রাউজার পড়তে পারে এবং সেই অনুযায়ী ওই পেজটি সাজিয়ে গুছিয়ে আমাদের সামনে সুন্দর ভাবে উপস্থাপিত করে এবং আমরা ওয়েবসাইট দেখতে পাই।

যদি আমাদের ওয়েবসাইট বানানোর জন্য কোড গুলি দেখানো হয় তাহলে আমরা কোনভাবেই ওই ওয়েবসাইট থেকে বুঝতে পারবো না সঠিকভাবে তাই ওয়েব ব্রাউজার কোড গুলি করে আমাদের বোঝার মত করে ওয়েব পেজটিকে সাজিয়ে তোলে।

HTML এর ব্যাবহার

প্রায় সমস্ত ধরনের ওয়েবসাইট বানানোর জন্য এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ এর ব্যবহার করা হয়ে থাকে।

HTML ভাষাতে কোড লেখা কেমন হয়?

<html>
<head>
  <meta charset="UTF-8">
  <meta http-equiv="X-UA-Compatible" content="IE=edge">
  <meta name="viewport" content="width=device-width, initial-scale=1.0">
  <title>HTML কি?</title>
</head>
<body>
  <p>HTML হলো একই ভাষা যে ভাষা ওয়েব ব্রাউজার বুঝতে পারে।  HTML ভাষায় কোড লেখার কারণ হলো যাতে ওয়েব ব্রাউজার ওই কোডগুলি পড়তে পারে এবং ওই কোড অনুযায়ী ওয়েব পেজ ডিজাইন করে এবং আমরা যেকোনো ওয়েবসাইট এর লেখাগুলি পড়তে অথবা বিভিন্ন কাজের জন্য ওয়েবসাইট গুলিকে ব্যবহার করতে পারি।</p>
</body>
</html>

ওপরে যে কোড এর মাধ্যমে লেখা হলো, ওটি HTML ভাষায় লেখা কোড।

এই কোড ক্লাউড সার্ভারের মধ্যে রাখা হয় এবং আমরা যখন ওই ওয়েবসাইট টি খুলি তখন ওই সমস্ত কোড ইন্টারনেটের মাধ্যমে আমাদের ফোনের অথবা কম্পিউটারের ওয়েব ব্রাউজারে ডাউনলোড হয় এবং ওই কোড অনুযায়ী ওয়েব ব্রাউজার ওয়েব পেজটিকে সাজিয়ে গুছিয়ে আমাদের সামনে দেখায়।

শেয়ার করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *