hr কি? HTML ভাষায় hr কেন ব্যবহার করা হয়?

<hr> কি?

<hr> হলো Horizontal Rule. এটি HTML ভাষায় অনুভূমিক রেখা (horizontal line) ব্যবহার করতে <hr> ব্যবহার করা হয়।

অর্থাৎ, নিচের যে লাইন দেখতে পাচ্ছেন ওই লাইন বানানোর জন্য <hr> কোডটি লেখা হয়েছে।


ওপরের যে লাইনটি বানানো হয়েছে <hr> কোড লেখার মাধ্যমে।

ওয়েবসাইট বানাতে গেলে HTML ভাষায় লেখা হয়, HTML ভাষা কম্পিউটারের ওয়েব ব্রাউজার বুঝতে পারে কিন্তু সাধারণ মানুষ ওই ভাষায় বুঝতে পারেনা।

তাই ওয়েবসাইট বানাতে গিয়ে <hr> কোডটি লেখা হয় এবং পরবতীকালে ওই ওয়েবসাইট যখন কম্পিউটারের ওয়েব ব্রাউজারে লোড করা হয় তখন <hr> কোডটি ব্রাউজার বুঝতে পারে এবং <hr> কে অনুভূমিক রেখা (horizontal line) হিসেবে দেখায়।

শেয়ার করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *