IAS এর পূর্ণরূপ কি?

IAS এর পূর্ণরূপ হল ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস (Indian Administrative Service)।

যদিও আইএএস(IAS) এর আরো একটি পূর্ণরূপ আছে সেটা হলো International Accounting Standards.

আবার IAS এর পূর্ণরূপ Institute for Advanced Studies ও হয়ে থাকে।

আবার আপনি যদি বিমানচালনবিদ্যা (Aeronautics) এর বিষয়ে IAS এর পূর্ণরূপ জানতে চান তা হলো indicated air speed.

অর্থাৎ IAS এর বিভিন্ন পূর্ণরূপ হয়ে থাকে, তাই আপনি কোন বিষয়ের IAS সমন্ধে জানতে চান ওই বিষয় অনুযায়ী IAS এর মানে জানিয়ে দিলাম।

যদিও, IAS বললে Indian Administrative Service কেই বোঝায়। কারণ এটিই খুবই নাম করা।

ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস (আইএএস) হল ভারত সরকারের সর্বভারতীয় পরিষেবার প্রশাসনিক শাখা। ভারতের প্রধান কেন্দ্রীয় সিভিল সার্ভিস হিসাবে বিবেচিত এবং এটি ভারত সরকারের সর্বভারতীয় পরিষেবার তিনটি শাখার একটি।

শেয়ার করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *