INTERNET এর পূর্ণরূপ কি?

ইন্টারনেট (INTERNET) এর পূর্ণরূপ হল – ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক (Interconnected Network) ।

ইন্টারনেট হল বিশ্বব্যাপী সমস্ত ওয়েব সার্ভারের আন্তঃসংযুক্ত নেটওয়ার্কের (ইন্টারকানেক্টেড নেটওয়ার্কের) একটি সংক্ষিপ্ত রূপ। একে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (World Wide Web বা WWW) বা সহজভাবে ওয়েবও (Web) বলা হয়।

ইন্টারনেটের ৫টি ব্যবহার কি কি?

ইন্টারনেটের ৫টি ব্যবহার হল:
1) ফাইল শেয়ারিং।
2) ইমেইল।
3) খবর।
4) সিনেমা এবং গান দেখুন।
5) গবেষণার উদ্দেশ্য।

ইন্টারনেটের মালিক কে?

ইন্টারনেটের মালিক কোনো নির্দিষ্ট কেউ নয় ।
ইন্টারনেট হল নেটওয়ার্কের একটি নেটওয়ার্ক। প্রতিটি পৃথক নেটওয়ার্ক বিভিন্ন কোম্পানি এবং সংস্থার অন্তর্গত।
শেয়ার করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *