Jio phone next ফোন কেনা উচিত?

jio phone next এই ফোনটি ৬৫০০ টাকা দামের যা দাম অনুযায়ী বেশিই মনে হলো।

সস্তা তো মনে হলো না , কারণ মার্কেটে ইতিমধ্যে অনেক ভালো ফোন আছে ওই দামের মধ্যে অথবা কিছুটা বেশি টাকা খরচ করলে অনেক ভালো মোবাইল পাওয়া যায়।

ফোন অনেকটা ধীরে ধীরে চলে। প্রচুর পুরোনো প্রসেসর। ফোনের এক্সপিরিয়েন্স ভালো নয়। তারপর দাম প্রচুর।

সমস্যা হলো আপনি অন্য কোনো কোম্পানির সিমকার্ড ব্যবহার করে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন না। তাহলে এতো দাম দিয়ে জিও ফোন নেক্সট কিনলে আপনার লাভ আছে বলে মনে হয়না।

দাম ৬৫০০ টাকা যা দুনিয়ার সব থেকে সস্তা ফোন নয় যা জিও কোম্পানি বলেছিলেন দুনিয়ার সবথেকে সস্তা ফোন হবে , কিন্তু তা হয়নি। দাম অনেক বেশি।

আমি তো এই ফোন মোটেই কেনার ইচ্ছে প্রকাশ করবো না।

কেউ যদি মনে করেন এই ফোন দিয়ে zoom কল এর মাধ্যমে ভিডিও কনফারেন্স করবেন , এগুলো চালানো খুবই কঠিন। কারণ zoom call এর app অনেক বেশি বড় app যার ফলে ফোন সহজেই হ্যাং হবে।

কিংবা ফোন এতটাই slow যে একটা app খুলতে গেলে আপনাকে অনেক ধর্য ধরতে হবে।

আবার সিম আপনাকে জিও এর লাগাতে হবে ইন্টারনেট ব্যবহার করার জন্য। অর্থাৎ এখানেও আপনাকে জিও কোম্পানি বেঁধে রেখেছে।

তাই আমার মতে এই ফোন কোনোভাবেই সঠিক ফোন নয় দাম অনুযায়ী।

শেয়ার করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *