Mutual Fund কি? সুবিধা, অসুবিধা

মিউচুয়াল ফান্ড হলো একটি কোম্পানির দ্বারা বানানো একটি ফান্ড। ওই ফান্ডে যেকোনো ছোট বড়ো ইনভেস্টর ইনভেস্ট করতে পারবে। এবং একজন ফান্ড ম্যানেজার ওই সমস্ত টাকা কে একত্রিত করে শেয়ার মার্কেট , বন্ড , কোনো ফিনান্সিয়াল অ্যাসেট অথবা কোনো ফিন্যান্সিয়াল instrument এ ইনভেস্ট করতে পারে।

মিউচুয়াল ফান্ড ম্যানেজার এর কাজ হলো পাবলিক এর দেওয়া টাকা একত্রিত করে কোনো ভালো জায়গায় ইনভেস্ট করা , যাতে ভালো return পাওয়া যেতে পারে।

মিউচুয়াল ফান্ড এর সুবিধা

সুবিধা হলো আপনি সরাসরি এখানে ফিনান্সিয়াল মার্কেটে ইনভেস্ট করছেন না , কোনো ফান্ড ম্যানেজার আপনার টাকা ইনভেস্ট করছেন। যেহেতু দক্ষ ফান্ড ম্যানেজার আপনার টাকা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করছেন তাই টেনশন অনেক কমে যায়।

আপনি যদি নিজে ইনভেস্ট করতে চান সরাসরি শেয়ার মার্কেটে তার জন্য আপনাকে অনেক রিসার্চ করতে হবে। তারপরই ইনভেস্ট করতে পারবেন। নাহলে ভুল জায়গায় ইনভেস্ট হওয়ার সম্ভাবনা থেকেই যায়। ইনভেস্টমেন্ট এ ভুল করলে আপনার অনেক বড়ো আর্থিক ক্ষতি হতে পারে। তাই আপনি যদি ইনভেস্টমেন্ট সমন্ধে খুব বেশি দক্ষ না হয়ে থাকেন তাহলে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন।

মিউচুয়াল ফান্ড এর অসুবিধা

যেহেতু মিউচুয়াল ফান্ড ম্যানেজারের মাধ্যমে আপনার টাকা Manage করা হয় তাই কিছু পরিমান টাকা fees হিসেবে মিউচুয়াল ফান্ড কেটে নেয়।


সংক্ষেপে মিউচুয়াল ফান্ড কি?

কোনো একটি কোম্পানি যখন পাবলিক এর থেকে টাকা নিয়ে ওই টাকা একত্রিত করে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে অধিক পরিমান রিটার্ন পাওয়ার জন্য।
শেয়ার করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *