ফেসবুকে নতুন আইডি বানানোর জন্য আপনি মোবাইল ও ট্যাব, ল্যাপটপ অথবা কম্পিউটার ব্যাবহার করতে পারেন।
বর্তমানে ফেসবুক আইডি বানানো খুবই সহজ যা আজকের এই আর্টিকেল টি পরে সঠিকভাবে জানতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক , কিভাবে নতুন আইডি বানাবেন ফেইসবুকে।
ফেইসবুকে নতুন আইডি বানানোর আগে আপনি কোন ডিভাইসের মধ্যে নতুন আইডি বানাবেন তার অপর নির্ভর করবে ।
সাধারণত আমরা স্মার্ট ফোন ব্যাবহার করি, এছাড়াও ট্যাব, কম্পিউটার, ল্যাপটপ ব্যাবহার করি। তাই এই সব ডিভাইস এ কিভাবে ফেসবুক একাউন্ট খুলবেন ও কিভাবে ব্যাবহার করবেন সেগুলো সবই জানবো।
মোবাইল ও ট্যাবে কিভাবে ফেসবুক একাউন্ট খুলবেন?
মোবাইলে ফেসবুক একাউন্ট খোলার জন্য মোবাইল ব্রাউজার অথবা ফেসবুকের অ্যাপ ইন্সটল করত পারেন।
আপনি যদি অ্যান্ড্রয়েড মোবাইল অথবা অ্যান্ড্রয়েড ট্যাব ব্যবহারকরীদের মধ্যে পড়ে তাহলে playstore থেকে ফেসবুক অ্যাপটি ডাউনলোড করতে পারেন।
অথবা আইফোন ব্যাবহার করলেও আইফোনের আপস্টরে থেকে ফেসবুকের অ্যাপ ইন্সটল করতে পারবেন।
Playstore এর মধ্যে মূলত ফেসবুকের 2 টি অ্যাপ পাওয়া যায় যেই অ্যাপের মধ্যে একাউন্ট খুলতে পারবেন।
- Facebook lite
Facebook অ্যাপটি খুব বেশি MB এর এবং facebok lite অ্যাপটি খুবই কম MB (1,2 MB এর হয়ে থাকে)।
যদি আপনার মোবাইল RAM কম থাকে তাহলে Facebook lite অ্যাপ খুবই ভালো। এটি কম দামী মোবাইলের জন্য বানানো হয়েছে।
এরপর ওই অ্যাপটি খুলতে হবে।
অথবা আপনি যদি অ্যাপ ইন্সটল করতে না চান তাহলে Chrome অথবা মোবাইলের মধ্যে যদি অন্য কোনো ব্রাউজার থাকে তাহলে ওই খুলুন, এবং ওই ব্রাউজার এ লিখুন fb.com। এটি লিখলেই আপনার সামনে ফেসবুকের website টি খুলে যাবে। নিচে ছবি দেওয়া হলো দেখে নিন।
স্টেপ ১ :
অথবা facebook appটি ইন্সটল করে খুলুন আপনার ফোনে।
স্টেপ ২ :
স্টেপ ৩ :
স্টেপ ৪ :
স্টেপ ৫ :
স্টেপ 6 :
স্টেপ ৭ :
স্টেপ ৮ :
এরপর আপনি চাইলে ফটো লাগাতে পারেন না লাগাতে পারেন।
সেই সঙ্গে কিছু ফ্রেন্ড যুক্ত করতে পারেন।
কম্পিউটার, ল্যাপটপে কিভাবে ফেসবুক একাউন্ট খুলবেন
স্টেপ ১ :
প্রথমে কম্পিউটার অথবা ল্যাপটপের Chrome browser খুলতে হবে।
তারপর fb.com লিখে enter করতে হবে।
স্টেপ ২ :
Sign Up বাটন এ ক্লিক করার পরে , ভেরিফিকেশন কোড আসবে (যদি আপনি ইমেইল id দিয়ে থাকেন তাহলে ইমেইলে আসবে আর ফোন নম্বর দিয়ে রাখলে ফোন নম্বর এ আসবে) , এবং ওই ভেরিফিকেশন নম্বর দিলেই একাউন্ট খুলে যাবে।
এরপর ফটো দিতেও পারেন নাও দিতে পারে , সেই সংগে কিছু ফ্রেন্ডেস অ্যাড করতে হবে। বাস হয়ে গেলো ফেইসবুক একাউন্ট বানানো।